ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভুল স্বীকার করে শাহরুখকে ৯ কোটি রুপি ফেরত দিচ্ছে ভারত সরকার

  • পোস্ট হয়েছে : ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • 54

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান। ক্যারিয়ার তার নানা রঙে রঙিন। উপহার দিয়েছেন অনেক কালজয়ী ও সুপারহিট সিনেমা। বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় ভারতের সিনেমাকে পৌঁছে দিতে সবচেয়ে বড় ব্রান্ড ভাবা হয় তাকে। একজন আদর্শ আইকন হিসেবেও তিনি ভারতের সবশ্রেণির মানুষের কাছে প্রিয়।

এমন তারকার সঙ্গে ভুল করলে সেটা মিটিয়ে নিতে চাইবে যে কেউই। খোদ ভারত সরকার সেই দৃষ্টান্তই যেন স্থাপন করল। মুম্বাইয়ের অবস্থিত শাহরুখ খানের সমুদ্রমুখী প্রাসাদ মান্নাত। এই বাড়িটি ভারতের অন্যতম জনপ্রিয় এবং আইকনিক বাসস্থান হিসেবে পরিচিত। এর মালিকানা পরিবর্তন সংক্রান্ত হিসাবের ভুলের কারণে তাকে ৯ কোটি রুপি রিফান্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার।

মুম্বাইয়ের সাবঅর্বান কালেক্টরেটের পক্ষ থেকে ২০১৯ সালে মান্নাতের লিজহোল্ড থেকে সম্পূর্ণ মালিকানা রূপান্তর করার সময় এই ভুলটি ঘটেছিল। তারই প্রেক্ষিতে বলিউডের রোমান্টিক কিং খানকে অর্থ ফেরত দেয়া হচ্ছে।

২০০১ সালে খোরশেদ ভানু সঞ্জনা ট্রাস্ট থেকে গ্রেড ৩ হেরিটেজের তালিকায় থাকা বাঙলোটি ৯৯ বছরের লিজে নেন শাহরুখ খান। হেরিটেজ আইনের কারণে এই বিল্ডিংয়ে কোনো কাঠামোগত পরিবর্তন করা সম্ভব ছিল না। কিন্তু শাহরুখ খান সেখানে একটি মাল্টি-স্টোরি অ্যানেক্স নির্মাণ করেন, যা এখন তার পরিবারের প্রধান বাসস্থান। এই নির্মাণের জন্য বেশকিছু নিয়ম ও আইন মেনে চলতে হয়েছে শাহরুখ খানকে।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, মান্নাতের জমি মুম্বাইয়ের কালেক্টরের অধীনে হওয়ায় এক ধরনের ট্যাক্স দিতে হয় যা ‘আনআর্নড ইনকাম’ বা অব্যবহৃত আয়ের উপর নির্ভর করে। ২০১৯ সালে শাহরুখ-গৌরি দম্পতি সম্পত্তির মালিকানা লিজহোল্ড (ক্লাস ২) থেকে ফ্রিহোল্ড (ক্লাস ১) রূপান্তর করেন। সেই সময় ২৭.৫ কোটি রুপি প্রিমিয়াম দেন তারা। তবে কর্তৃপক্ষ এই প্রিমিয়ামটি ভুলভাবে সম্পূর্ণ নির্মাণ খরচের উপর হিসাব করেছিলেন যা জমির মূল্য থেকে বেশি ছিল।

এই ভুলটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে খুঁজে পান শাহরুখ এবং গৌরি। এরপর গৌরি একটি আবেদন করেন অর্থ রিফান্ডের জন্য। সাবঅর্বান ডেপুটি কালেক্টর সতীশ বাগাল এই ভুলটি স্বীকার করে জানান, ‘সরকারের আনুষ্ঠানিক আদেশের পর অতিরিক্ত নেয়া ৯ কোটি রুপি আমরা শাহরুখ খানকে ফিরিয়ে দেব।’

মান্নাতের এই রিফান্ড সিদ্ধান্তটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করেছে। বিশেষত মুম্বাইয়ের উচ্চমূল্যের সম্পত্তি আইন ও হিসাবের ভুলগুলো নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলছেন অনেকে। তাদের প্রশ্ন, শাহরুখ খানের মতো তারকা ভুল হিসাবের শিকার হলে দেশটিতে প্রতিনিয়ত কত সাধারণ মানুষ ভুগছেন তার হিসেব কে করবে?

বিজনেস আওয়ার/ ২৫ জানুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভুল স্বীকার করে শাহরুখকে ৯ কোটি রুপি ফেরত দিচ্ছে ভারত সরকার

পোস্ট হয়েছে : ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান। ক্যারিয়ার তার নানা রঙে রঙিন। উপহার দিয়েছেন অনেক কালজয়ী ও সুপারহিট সিনেমা। বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় ভারতের সিনেমাকে পৌঁছে দিতে সবচেয়ে বড় ব্রান্ড ভাবা হয় তাকে। একজন আদর্শ আইকন হিসেবেও তিনি ভারতের সবশ্রেণির মানুষের কাছে প্রিয়।

এমন তারকার সঙ্গে ভুল করলে সেটা মিটিয়ে নিতে চাইবে যে কেউই। খোদ ভারত সরকার সেই দৃষ্টান্তই যেন স্থাপন করল। মুম্বাইয়ের অবস্থিত শাহরুখ খানের সমুদ্রমুখী প্রাসাদ মান্নাত। এই বাড়িটি ভারতের অন্যতম জনপ্রিয় এবং আইকনিক বাসস্থান হিসেবে পরিচিত। এর মালিকানা পরিবর্তন সংক্রান্ত হিসাবের ভুলের কারণে তাকে ৯ কোটি রুপি রিফান্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার।

মুম্বাইয়ের সাবঅর্বান কালেক্টরেটের পক্ষ থেকে ২০১৯ সালে মান্নাতের লিজহোল্ড থেকে সম্পূর্ণ মালিকানা রূপান্তর করার সময় এই ভুলটি ঘটেছিল। তারই প্রেক্ষিতে বলিউডের রোমান্টিক কিং খানকে অর্থ ফেরত দেয়া হচ্ছে।

২০০১ সালে খোরশেদ ভানু সঞ্জনা ট্রাস্ট থেকে গ্রেড ৩ হেরিটেজের তালিকায় থাকা বাঙলোটি ৯৯ বছরের লিজে নেন শাহরুখ খান। হেরিটেজ আইনের কারণে এই বিল্ডিংয়ে কোনো কাঠামোগত পরিবর্তন করা সম্ভব ছিল না। কিন্তু শাহরুখ খান সেখানে একটি মাল্টি-স্টোরি অ্যানেক্স নির্মাণ করেন, যা এখন তার পরিবারের প্রধান বাসস্থান। এই নির্মাণের জন্য বেশকিছু নিয়ম ও আইন মেনে চলতে হয়েছে শাহরুখ খানকে।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, মান্নাতের জমি মুম্বাইয়ের কালেক্টরের অধীনে হওয়ায় এক ধরনের ট্যাক্স দিতে হয় যা ‘আনআর্নড ইনকাম’ বা অব্যবহৃত আয়ের উপর নির্ভর করে। ২০১৯ সালে শাহরুখ-গৌরি দম্পতি সম্পত্তির মালিকানা লিজহোল্ড (ক্লাস ২) থেকে ফ্রিহোল্ড (ক্লাস ১) রূপান্তর করেন। সেই সময় ২৭.৫ কোটি রুপি প্রিমিয়াম দেন তারা। তবে কর্তৃপক্ষ এই প্রিমিয়ামটি ভুলভাবে সম্পূর্ণ নির্মাণ খরচের উপর হিসাব করেছিলেন যা জমির মূল্য থেকে বেশি ছিল।

এই ভুলটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে খুঁজে পান শাহরুখ এবং গৌরি। এরপর গৌরি একটি আবেদন করেন অর্থ রিফান্ডের জন্য। সাবঅর্বান ডেপুটি কালেক্টর সতীশ বাগাল এই ভুলটি স্বীকার করে জানান, ‘সরকারের আনুষ্ঠানিক আদেশের পর অতিরিক্ত নেয়া ৯ কোটি রুপি আমরা শাহরুখ খানকে ফিরিয়ে দেব।’

মান্নাতের এই রিফান্ড সিদ্ধান্তটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করেছে। বিশেষত মুম্বাইয়ের উচ্চমূল্যের সম্পত্তি আইন ও হিসাবের ভুলগুলো নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলছেন অনেকে। তাদের প্রশ্ন, শাহরুখ খানের মতো তারকা ভুল হিসাবের শিকার হলে দেশটিতে প্রতিনিয়ত কত সাধারণ মানুষ ভুগছেন তার হিসেব কে করবে?

বিজনেস আওয়ার/ ২৫ জানুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: