ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইপউইচ টাউনকে ৪-১ গোলে উড়িয়ে দিলো লিভারপুল

  • পোস্ট হয়েছে : ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • 8

স্পোর্টস ডেস্ক: লিভারপুলে আরও এক মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ সালাহ। ক্লাবের ঘরের মাঠ অ্যানফিল্ডে ১০০তম গোল পেয়ে গেছেন মিশরীয় তারকা। সালাহর মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবনমনের বৃত্তের ভেতর থাকা ইপউইচ টাউনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে একপেশে লড়াই জিতে বরাবরের মতোই শীর্ষে লিভারপুল। ২২ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৫৩। একই রাতে ওলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৭।

গতকাল ইপসউইচের বিপক্ষে জোড়া গোল করেছেন কোডি গাকপো। ১টি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও দমিনিক সোবোসলাই। ১১ মিনিটে লিভারপুরের হয়ে প্রথম গোল করেন সোবোসলাই। ইব্রাহিমা কোনাতের অ্যাসিস্টে গোলটি করেন হাঙেরির তারকা। এতে ১-০ তে এগিয়ে যায় লিভারপুল।

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। গাকপোর ক্রস থেকে গোলটি করেন মিশরীয় তারকা। ৪৪ মিনিটে গোল করেন গাপকো। নেদারল্যান্ডস তারকার গোলে ৩-০ তে এগিয়ে যায় লিভারপুল। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। এতে ব্যবধান ৪-০ করে লিভারপুল। ৯০ মিনিটে ইপউইচের সান্ত্বনার এক গোল করেন জ্যাকব গ্রেভস।

বিজনেস আওয়ার/ ২৬ জানুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইপউইচ টাউনকে ৪-১ গোলে উড়িয়ে দিলো লিভারপুল

পোস্ট হয়েছে : ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক: লিভারপুলে আরও এক মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ সালাহ। ক্লাবের ঘরের মাঠ অ্যানফিল্ডে ১০০তম গোল পেয়ে গেছেন মিশরীয় তারকা। সালাহর মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবনমনের বৃত্তের ভেতর থাকা ইপউইচ টাউনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে একপেশে লড়াই জিতে বরাবরের মতোই শীর্ষে লিভারপুল। ২২ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৫৩। একই রাতে ওলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৭।

গতকাল ইপসউইচের বিপক্ষে জোড়া গোল করেছেন কোডি গাকপো। ১টি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও দমিনিক সোবোসলাই। ১১ মিনিটে লিভারপুরের হয়ে প্রথম গোল করেন সোবোসলাই। ইব্রাহিমা কোনাতের অ্যাসিস্টে গোলটি করেন হাঙেরির তারকা। এতে ১-০ তে এগিয়ে যায় লিভারপুল।

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। গাকপোর ক্রস থেকে গোলটি করেন মিশরীয় তারকা। ৪৪ মিনিটে গোল করেন গাপকো। নেদারল্যান্ডস তারকার গোলে ৩-০ তে এগিয়ে যায় লিভারপুল। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। এতে ব্যবধান ৪-০ করে লিভারপুল। ৯০ মিনিটে ইপউইচের সান্ত্বনার এক গোল করেন জ্যাকব গ্রেভস।

বিজনেস আওয়ার/ ২৬ জানুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: