ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হেনস্তার শিকার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

  • পোস্ট হয়েছে : ১৬ মিনিট আগে
  • 2

বিজনেস আওয়ার প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সাথে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষ থামাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রোববার রাত সাড়ে ১২টার দিকে নীলক্ষেত এলাকায় এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তারা তাকে শুনতে রাজি হননি। পরে, যখন তিনি উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন, তখন পরিস্থিতি হাতাহাতিতে পরিণত হয়। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এরপর তিনি সংঘর্ষ এলাকা ত্যাগ করে ক্যাম্পাসের দিকে চলে যান।

এর আগে, রোববার সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে তাদের দাবির বিষয়ে আলোচনা করতে গেলে অসদাচরণ সহকারে তাদের গ্রহণ করা হয়। এর প্রতিবাদে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের বাসভবনের দিকে যাচ্ছিলেন, এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া এবং টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের মাধ্যমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে এক পথচারীসহ ৭ জন আহত হয়েছেন এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তীতে বিজিবি মোতায়েন করা হয়।

বিজনেস আওয়ার/ ২৭ জানুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হেনস্তার শিকার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

পোস্ট হয়েছে : ১৬ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সাথে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষ থামাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রোববার রাত সাড়ে ১২টার দিকে নীলক্ষেত এলাকায় এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তারা তাকে শুনতে রাজি হননি। পরে, যখন তিনি উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন, তখন পরিস্থিতি হাতাহাতিতে পরিণত হয়। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এরপর তিনি সংঘর্ষ এলাকা ত্যাগ করে ক্যাম্পাসের দিকে চলে যান।

এর আগে, রোববার সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে তাদের দাবির বিষয়ে আলোচনা করতে গেলে অসদাচরণ সহকারে তাদের গ্রহণ করা হয়। এর প্রতিবাদে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের বাসভবনের দিকে যাচ্ছিলেন, এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া এবং টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের মাধ্যমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে এক পথচারীসহ ৭ জন আহত হয়েছেন এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তীতে বিজিবি মোতায়েন করা হয়।

বিজনেস আওয়ার/ ২৭ জানুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: