ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘কিং’ পরিচালনা করবেন কে, সিলমোহর দিলেন শাহরুখ

  • পোস্ট হয়েছে : ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • 5

বিনোদন ডেস্ক: চার বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে ‘পাঠান’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ২০২৩ সালের শুরুতে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির হাত ধরেই বক্স অফিস কাঁপিয়েছিলেন বাদশাহ। এবার সেই ‘পাঠান’ পরিচালকের সঙ্গেই ফিরছেন শাহরুখ।

শুরুর দিকে শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ পরিচালনা করার দায়িত্ব ছিল সুজয় ঘোষের ওপর। কিন্তু পরে শোনা যায় তিনি নন, ছবিটি পরিচালনা করতে চলেছেন সিদ্ধার্থ। যদিও বিষয়টি নিয়ে কানাঘুষো চলছিল এতদিন। অবশেষে সেই খবরে সিলমোহর দিলেন শাহরুখ নিজেই।

সদ্য অনুষ্ঠিত হওয়া দুবাইয়ের একটি ইভেন্টে শাহরুখ খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে ‘পাঠান’ এবং ‘ওয়ার’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার পরবর্তী ছবি ‘কিং’ পরিচালনা করবেন।

এসআরকে তার ভক্তদের জানিয়েছেন যে, ছবিটির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে গেছে। কাজ চলছে পুরোদমে। তিনি বলেছেন, ‘আমি এখন মুম্বাইতে শ্যুটিং করছি। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব মিষ্টি।

আমি আপনাদের এই বিষয়ে নিশ্চিত করতে পারি যে ছবিটি ‘পাঠান’-এর মতোই আনন্দ দেবে। আপনারা দেখে অনেক মজা পাবেন।’এসময় শাহরুখ তার অনুরাগীদের বলেন, ‘আমি খুব কঠোর পরিশ্রম করছি। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পুরো টিম খুব কঠোর পরিশ্রম করছে। আমরা সবাইকে একটা ভালো ছবি উপহার দিতে পারব বলে আশা রাখি।

ছবিটি সবাইকে আনন্দ দেবে।’সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বহু ব্লকবাস্টার ছবি ইতিমধ্যেই পেয়েছে বলিউড। কিন্তু ‘কিং’ দিয়ে তিনি তার পুরনো সব রেকর্ড ভাঙবেন বলে অনেকেই আশা করছেন। ছবিটি ২০২৬ সালে মুক্তি পেতে পারে। এই ছবিতে কিং খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা।

বিজনেস আওয়ার/ ২৭ জানুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘কিং’ পরিচালনা করবেন কে, সিলমোহর দিলেন শাহরুখ

পোস্ট হয়েছে : ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: চার বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে ‘পাঠান’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ২০২৩ সালের শুরুতে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির হাত ধরেই বক্স অফিস কাঁপিয়েছিলেন বাদশাহ। এবার সেই ‘পাঠান’ পরিচালকের সঙ্গেই ফিরছেন শাহরুখ।

শুরুর দিকে শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ পরিচালনা করার দায়িত্ব ছিল সুজয় ঘোষের ওপর। কিন্তু পরে শোনা যায় তিনি নন, ছবিটি পরিচালনা করতে চলেছেন সিদ্ধার্থ। যদিও বিষয়টি নিয়ে কানাঘুষো চলছিল এতদিন। অবশেষে সেই খবরে সিলমোহর দিলেন শাহরুখ নিজেই।

সদ্য অনুষ্ঠিত হওয়া দুবাইয়ের একটি ইভেন্টে শাহরুখ খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে ‘পাঠান’ এবং ‘ওয়ার’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার পরবর্তী ছবি ‘কিং’ পরিচালনা করবেন।

এসআরকে তার ভক্তদের জানিয়েছেন যে, ছবিটির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে গেছে। কাজ চলছে পুরোদমে। তিনি বলেছেন, ‘আমি এখন মুম্বাইতে শ্যুটিং করছি। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব মিষ্টি।

আমি আপনাদের এই বিষয়ে নিশ্চিত করতে পারি যে ছবিটি ‘পাঠান’-এর মতোই আনন্দ দেবে। আপনারা দেখে অনেক মজা পাবেন।’এসময় শাহরুখ তার অনুরাগীদের বলেন, ‘আমি খুব কঠোর পরিশ্রম করছি। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পুরো টিম খুব কঠোর পরিশ্রম করছে। আমরা সবাইকে একটা ভালো ছবি উপহার দিতে পারব বলে আশা রাখি।

ছবিটি সবাইকে আনন্দ দেবে।’সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বহু ব্লকবাস্টার ছবি ইতিমধ্যেই পেয়েছে বলিউড। কিন্তু ‘কিং’ দিয়ে তিনি তার পুরনো সব রেকর্ড ভাঙবেন বলে অনেকেই আশা করছেন। ছবিটি ২০২৬ সালে মুক্তি পেতে পারে। এই ছবিতে কিং খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা।

বিজনেস আওয়ার/ ২৭ জানুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: