স্পোর্টস ডেস্ক: আগেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে ফরচুন বরিশাল। আর এক ম্যাচ জিতলেই কোনো হিসাব-নিকাশ ছাড়াই কোয়ালিফায়ারে নাম লেখাবে তামিম ইকবালের দল। যদিও তামিমদের এখনো দুটি ম্যাচ হাতে আছে।
সেরা দুইয়ে থেকে গ্রুপের পর্বের খেলা শেষ করার লড়াইয়ে আজ সোমবার খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে বরিশাল। তামিমদের বিপক্ষে আগে ব্যাট করে খুলনা তুলেছে ৫ উইকেট ১৮৭ রান। অর্থাৎ জিততে হলে বরিশালকে করতে হবে ১৮৮ রান।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসেরে ব্যাটিংয়ে নামে খুলনা। উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৪৭ রান করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ। ১৮ বলে ২৯ রান করেন মিরাজ।
দ্বিতীয় উইকেটে অ্যালেক্স রসকে নিয়ে ২০ বলে ৫২ রানের জুটি করেন নাইম। এরপর বাঁহাতি টাইগার ব্যাটার হাঁকান ফিফটি (২৭ বলে ৫ চার ৩ ছক্কায় ৫১ রান)।
আলেক্স রস ১৫ বলে ২০, আফিফ হোসেন ২৭ বলে ৩২, উইলিয়াম বসিস্টো ১৬ বলে ২০ রান করেন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন মাহিদুল হাসান অংকন। অপরাজিত ১২ বলে ২৭ রান করেন তিনি। বল হাতে বরিশালের হয়ে ২ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ।
বিজনেস আওয়ার/ ২৭ জানুয়ারি / রানা