স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়ের বিরুদ্ধে এখন স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। যদিও অভিযোগটি এখনও প্রমাণিত হয়নি, তবে তার বিরুদ্ধে তদন্ত চলাকালে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এনামুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার অনুরোধ করেছে।
এই বিষয়ে বিসিবির এক কর্মকর্তা বলেন, “ইমিগ্রেশন বিভাগকে এনামুল হকের ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।” তদন্ত চলছে এবং যদি অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া না যায়, তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
এনামুলের বিরুদ্ধে একাধিক সতীর্থ ক্রিকেটারেরও অভিযোগ উঠেছে। রাজশাহীসহ আরো তিনটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। বিপিএলের শুরুতে তিনি রাজশাহী দলের অধিনায়ক ছিলেন, তবে দলের পারফর্ম্যান্সের দুর্বলতা কারণে তাকে সরিয়ে দেওয়া হয় এবং তাসকিন আহমেদ অধিনায়কত্ব নেন। বর্তমানে রাজশাহী প্লে অফে যাওয়ার পথে রয়েছে।
বিজনেস আওয়ার/ ০১ ফেব্রুয়ারি / রানা