ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জন্মদিনে করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানালেন কুমার বিশ্বজিৎ

  • পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
  • 71

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র কুমার বিশ্বজিৎ এর জন্মদিন আজ সোমবার। করোনার এই ক্রান্তিকালে নিজের জন্মদিন নিয়ে কোনো উচ্ছ্বাস নেই, আনন্দ নেই। রাত ১২টা ১ বাজার পর থেকেই ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

১৯৬৩ সালের ১ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন কুমার বিশ্বজিৎ। ছাত্রাবস্থাতেই ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’ গান দিয়ে তিনি পেয়েছিলেন জনপ্রিয় গায়কের খ্যাতি। এরপর বহুদূর এগিয়ে এসেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন।

নিজের জন্মদিন প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী বলেন, সারা বিশ্বে করোনা পরিস্থিতিতে মানুষের মধ্যে জীবন জীবিকার প্রশ্নে এতো বেশি দুশ্চিন্তা-অনিশ্চয়তা সেখানে আমার জন্মদিনটি আসলে বড় বেশি গৌণ হয়ে যায়।

তিনি বলেন, অনেক শ্রদ্ধা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই করোনার এই ক্রান্তিকালে যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করছেন তাদের প্রতি। যেমন ডাক্তার, নার্স, সাংবাদিক, পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী, পরিচ্ছন্নতাকর্মীসহ আরো যারা বিভিন্ন স্তরে কাজ করছেন তাদের প্রতি।

সবার মতো আমারও চাওয়া, আমাদের সামাজিক জীবনে স্বাভাবিকতা ফিরে আসুক, পৃথিবী সুস্থ হোক শান্ত হোক। বিবর্ণ জীবনে ফিরে আসুক রঙ্গিন আবহ।

জন্মের পর থেকে প্রতিবছর মায়ের সঙ্গে জন্মদিন পালন করেছেন। কিন্তু এবার জন্মদিনে পাশে নেই মা। গত বছর ১২ ডিসেম্বর কুমার বিশ্বজিতের মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই প্রথম মাকে ছাড়াই জন্মদিনের সময়টা পার করতে হচ্ছে তাকে।

এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, মাকে ছাড়া আমার জীবনের প্রথম জন্মদিন। এমনিতেও ভালো কাটতো না এবং সবমিলিয়ে ভালো কাটবেও না। মাকে অনেক শ্রদ্ধা জানাই। মা ছিলেন আমার কুমার বিশ্বজিৎ হওয়ার কারিগর। মাকে খুব মনে পড়ছে।

বিজনেস আওয়ার/০১ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জন্মদিনে করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানালেন কুমার বিশ্বজিৎ

পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র কুমার বিশ্বজিৎ এর জন্মদিন আজ সোমবার। করোনার এই ক্রান্তিকালে নিজের জন্মদিন নিয়ে কোনো উচ্ছ্বাস নেই, আনন্দ নেই। রাত ১২টা ১ বাজার পর থেকেই ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

১৯৬৩ সালের ১ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন কুমার বিশ্বজিৎ। ছাত্রাবস্থাতেই ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’ গান দিয়ে তিনি পেয়েছিলেন জনপ্রিয় গায়কের খ্যাতি। এরপর বহুদূর এগিয়ে এসেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন।

নিজের জন্মদিন প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী বলেন, সারা বিশ্বে করোনা পরিস্থিতিতে মানুষের মধ্যে জীবন জীবিকার প্রশ্নে এতো বেশি দুশ্চিন্তা-অনিশ্চয়তা সেখানে আমার জন্মদিনটি আসলে বড় বেশি গৌণ হয়ে যায়।

তিনি বলেন, অনেক শ্রদ্ধা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই করোনার এই ক্রান্তিকালে যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করছেন তাদের প্রতি। যেমন ডাক্তার, নার্স, সাংবাদিক, পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী, পরিচ্ছন্নতাকর্মীসহ আরো যারা বিভিন্ন স্তরে কাজ করছেন তাদের প্রতি।

সবার মতো আমারও চাওয়া, আমাদের সামাজিক জীবনে স্বাভাবিকতা ফিরে আসুক, পৃথিবী সুস্থ হোক শান্ত হোক। বিবর্ণ জীবনে ফিরে আসুক রঙ্গিন আবহ।

জন্মের পর থেকে প্রতিবছর মায়ের সঙ্গে জন্মদিন পালন করেছেন। কিন্তু এবার জন্মদিনে পাশে নেই মা। গত বছর ১২ ডিসেম্বর কুমার বিশ্বজিতের মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই প্রথম মাকে ছাড়াই জন্মদিনের সময়টা পার করতে হচ্ছে তাকে।

এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, মাকে ছাড়া আমার জীবনের প্রথম জন্মদিন। এমনিতেও ভালো কাটতো না এবং সবমিলিয়ে ভালো কাটবেও না। মাকে অনেক শ্রদ্ধা জানাই। মা ছিলেন আমার কুমার বিশ্বজিৎ হওয়ার কারিগর। মাকে খুব মনে পড়ছে।

বিজনেস আওয়ার/০১ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: