বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭১টির বা ৪৭.৩৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এসোসিয়েটেড অক্সিজেনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর ছিল ২৭.১০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫০.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ২৩.১০ টাকা বা ৮৫.২৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এসোসিয়েটেড অক্সিজেন ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৬০.২৪ শতাংশ, সিএপিএম আইববিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৩৭.৩৯ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ২৮.১৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৬.৮৮ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২৩.১৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২২.১৩ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২১.৫২ শতাংশ, বিডিকম অনলাইনের ১৮.৭৫ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ১৮.৩৯ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/০৬ নভেম্বর, ২০২০/এস