স্পোর্টস ডেস্ক: গল টেস্টে প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার বিশাল রানের নিচে চাপা পড়ে শ্রীলঙ্কা। ৬ উইকেটে ৬৫৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করার পর দ্বিতীয় দিনই শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরা। তৃতীয় দিন লাঞ্চের আগে আরও ২উইকেট হারায়। এরপর বৃষ্টির কারণে বাকি ২ সেশনের খেলা হয়নি।
অর্থ্যাৎ তৃতীয় দিন শেষ হয় শ্রীলঙ্কার ৫ উইকেটে ১৩৬ রান দিয়ে। চতুর্থদিন আর বৃষ্টি নেই। যথাসময়ে খেলা শুরু হয়; কিন্তু ম্যাথিউ কুনেম্যান এবং নাথান লিওনের ঘূর্ণি বোলিংয়ের সামনে আর মাত্র ২৯ রান যোগ করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সব মিলিয়ে ৫২.২ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে লঙ্কানরা তুলেতে পেরেছে ১৬৫ রান।
ম্যাথিউ কুনেম্যান নেন ৫ উইকেট। ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন এই বাঁ-হাতি স্লো অর্থোডক্স। ৩ উইকেট নেন নাথান লিওন। ২ উইকেট নেন মিচেল স্টার্ক।
প্রথম ইনিংসেই ৪৮৯ রান এগিয়ে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই স্বাগতিক শ্রীলঙ্কাকে ফলোঅন করালেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ধুঁকতে শুরু করেছে স্বাগতিকরা। ১১৪ রানের মাথায় হারিয়েছে ৫ উইকেট। ৩২ রান করেন কামিন্দু মেন্ডিস, ৪১ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ৩১ রান করেন দিনেশ চান্ডিমাল।
বিজনেস আওয়ার/ ০১ ফেব্রুয়ারি / রানা