ঢাকা , রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে সড়কে ঠায় দাঁড়িয়ে যানবাহন, বাড়ছে জনদুর্ভোগ

  • পোস্ট হয়েছে : ১৫ মিনিট আগে
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক: ছোট লরি নিয়ে শ্যামলীতে দাঁড়িয়ে চালক শিবলু হোসেন। দুই ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে, কখন জটলা খুলবে সেই নিশ্চয়তা নেই। শুধু শিবলু নয় অনেক চালক ঠায় দাঁড়িয়ে। কারণ গণঅভ্যুত্থানে আহতরা অসুস্থ শরীর নিয়ে রাজধানীর মিরপুর শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন। ফলে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট, আসাদগেট ও আগারগাঁও সড়কে ছড়িয়ে পড়েছে জটলা। দুই ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে শিশুমেলার সামনে তিন রাস্তার মোড়ে আহতরা তাদের দাবি আদায়ে অবস্থান নেন। এর আগে গতরাত থেকেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ফলে ভোগান্তি শুরু হয়েছে সড়কে। এমনকি রিকশাও চলাচল করতে পারছে না।

গাবতলী-যাত্রাবাড়ীগামী ৮ নম্বর পরিবহনের চালক শহিদুল ইসলাম বলেন, দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে। কখন জ্যাম ছুটবে পুলিশও বলতে পারে না। আজকে মনে হয় গ্যাসের দামও উঠবে না।

সরেজমিনে দেখা যায়, অনেকের হাতে স্যালাইনে ভাঙা পায়ে ব্যান্ডেজ ও ক্রাচে ভর করে সড়কে অবস্থান নিয়েছে।আন্দোলনকারীদের ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আস্থা নাই রে আস্থা নাই’, ‘দালালিতে আস্থা নাই’ ‘চিকিৎসা চাই হয় মৃত্যু না হয় মুক্তি’ বৈষম্যবিরোধী এমন নানা স্লোগানও দিতে শোনা যায়।

আহতদের দাবি, তাদের রক্তের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে। তারা কেউ পুলিশের গুলি খেয়েছে, কেউ টিয়ারশেলে অন্ধ হয়েছে। আবার কেউ পা হারিয়ে পঙ্গুত্ববরণ করেছে। তাদের কারণে যেই স্বাধীনতা সরকার ভোগ করছে, সেই তাদেরই চিকিৎসা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বীকৃতিতে অবহেলা করা হচ্ছে।

নেসার উদ্দীন নামের আহত এক শিক্ষক বলেন, আমি বনশ্রীতে আন্দোলন করেছি। আমরাই হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি। আন্দোলনের ছয় থেকে সাত মাস আমাদের নিয়ে নাটক হয়েছে। আমরা বেঁচে আছি ঠিকই কিন্তু মাঝে মাঝে মনে হয়, আমরা মরে গেলেই ভালো হতো। আমরা আজ দাবি নিয়ে বসিনি, অধিকার আদায়ে বসেছি। তাদের মধ্যে কেউ রাজনৈতিক দল করছে। কেউ কেউ উপদেষ্টা হয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করছে। কিন্তু আমাদের নিয়ে তাদের কথা বলার সময় নাই। এটা খুবই দুঃখজনক। নিজের ও আহত ভাইদের অধিকার পূরণ করতে হলে যদি রাজপথে জীবন দিতে হয়, তাও দেব। আমরা স্বাধীনতা রক্ষা করেছি। তাহলে আমরা কেন মানবেতর জীবনযাপন করবো। তারা আহতদের ক্যাটাগরি করেছে। আন্দোলনের সময় তো কোনো ক্যাটাগরি ছিল না। তারা যে কী করছে সেটাই বুঝতে পারছি না।

মো. হাফেজ নামের এক ভুক্তভোগী জানান, আমার অবস্থা গুরুতর। আমাদের রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। এর আগে তারা অনেকবার এসেছে, আমাদের সঙ্গে কথা বলেছে কিন্তু কথা অনুযায়ী কাজ হয়নি। আমাদের পুনর্বাসন করতে হবে। এছাড়া আমরা যারা আহত হয়ে বিছানায় কাতরাচ্ছি তাদের অতি দ্রুত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। আমাদের কথা শুনতে হবে। আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করেছি। এখন এই অবস্থায় রাষ্ট্র আমাদের দেখার কথা। কিন্তু রাষ্ট্র দেখছে না বলেই আমরা পথে নেমে এসেছি। তারা এখনও জুলাই ফাউন্ডেশনের টাকা দেওয়া শেষ করতে পারেনি। এদিকে আমাদের পরিবার অচল হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে আমাদের জন্য কিছুই করা হয়নি। তারা এগুলো কবে করবে। আমরা মরে যাওয়ার পরে করবে নাকি বলে প্রশ্ন রাখেন তিনি।

আগস্টের আহত যোদ্ধা মোহাম্মদ লিটন বলেন, প্রকৃত চিকিৎসা দিচ্ছে না। আমাদের স্বীকৃতি দেয় না। আশ্বাস দেয় না। আমাদের আন্দোলনে মুলা ঝোলানোর মতো অবস্থা হচ্ছে।

আন্দোলনের ফলে শিশুমেলা থেকে আগারগাঁও লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে আশপাশের এলাকায়ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

পুলিশের সহকারী কমিশনার (পেট্রোল) মোহাম্মদপুর তারিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টা থেকে আহতরা সুচিকিৎসার দাবিতে সড়কে অবস্থান নিয়েছে। এর আগে নিটোরের সামনে অবস্থান নিলেও এখন তারা মিরপুর সড়কে অবস্থান নিয়েছে। ফলে শ্যামলী, কল্যাণপুর, আসাদগেটসহ সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিজনেস আওয়ার/ ০২ ফেব্রুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মিরপুরে সড়কে ঠায় দাঁড়িয়ে যানবাহন, বাড়ছে জনদুর্ভোগ

পোস্ট হয়েছে : ১৫ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: ছোট লরি নিয়ে শ্যামলীতে দাঁড়িয়ে চালক শিবলু হোসেন। দুই ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে, কখন জটলা খুলবে সেই নিশ্চয়তা নেই। শুধু শিবলু নয় অনেক চালক ঠায় দাঁড়িয়ে। কারণ গণঅভ্যুত্থানে আহতরা অসুস্থ শরীর নিয়ে রাজধানীর মিরপুর শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন। ফলে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট, আসাদগেট ও আগারগাঁও সড়কে ছড়িয়ে পড়েছে জটলা। দুই ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে শিশুমেলার সামনে তিন রাস্তার মোড়ে আহতরা তাদের দাবি আদায়ে অবস্থান নেন। এর আগে গতরাত থেকেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ফলে ভোগান্তি শুরু হয়েছে সড়কে। এমনকি রিকশাও চলাচল করতে পারছে না।

গাবতলী-যাত্রাবাড়ীগামী ৮ নম্বর পরিবহনের চালক শহিদুল ইসলাম বলেন, দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে। কখন জ্যাম ছুটবে পুলিশও বলতে পারে না। আজকে মনে হয় গ্যাসের দামও উঠবে না।

সরেজমিনে দেখা যায়, অনেকের হাতে স্যালাইনে ভাঙা পায়ে ব্যান্ডেজ ও ক্রাচে ভর করে সড়কে অবস্থান নিয়েছে।আন্দোলনকারীদের ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আস্থা নাই রে আস্থা নাই’, ‘দালালিতে আস্থা নাই’ ‘চিকিৎসা চাই হয় মৃত্যু না হয় মুক্তি’ বৈষম্যবিরোধী এমন নানা স্লোগানও দিতে শোনা যায়।

আহতদের দাবি, তাদের রক্তের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে। তারা কেউ পুলিশের গুলি খেয়েছে, কেউ টিয়ারশেলে অন্ধ হয়েছে। আবার কেউ পা হারিয়ে পঙ্গুত্ববরণ করেছে। তাদের কারণে যেই স্বাধীনতা সরকার ভোগ করছে, সেই তাদেরই চিকিৎসা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বীকৃতিতে অবহেলা করা হচ্ছে।

নেসার উদ্দীন নামের আহত এক শিক্ষক বলেন, আমি বনশ্রীতে আন্দোলন করেছি। আমরাই হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি। আন্দোলনের ছয় থেকে সাত মাস আমাদের নিয়ে নাটক হয়েছে। আমরা বেঁচে আছি ঠিকই কিন্তু মাঝে মাঝে মনে হয়, আমরা মরে গেলেই ভালো হতো। আমরা আজ দাবি নিয়ে বসিনি, অধিকার আদায়ে বসেছি। তাদের মধ্যে কেউ রাজনৈতিক দল করছে। কেউ কেউ উপদেষ্টা হয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করছে। কিন্তু আমাদের নিয়ে তাদের কথা বলার সময় নাই। এটা খুবই দুঃখজনক। নিজের ও আহত ভাইদের অধিকার পূরণ করতে হলে যদি রাজপথে জীবন দিতে হয়, তাও দেব। আমরা স্বাধীনতা রক্ষা করেছি। তাহলে আমরা কেন মানবেতর জীবনযাপন করবো। তারা আহতদের ক্যাটাগরি করেছে। আন্দোলনের সময় তো কোনো ক্যাটাগরি ছিল না। তারা যে কী করছে সেটাই বুঝতে পারছি না।

মো. হাফেজ নামের এক ভুক্তভোগী জানান, আমার অবস্থা গুরুতর। আমাদের রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। এর আগে তারা অনেকবার এসেছে, আমাদের সঙ্গে কথা বলেছে কিন্তু কথা অনুযায়ী কাজ হয়নি। আমাদের পুনর্বাসন করতে হবে। এছাড়া আমরা যারা আহত হয়ে বিছানায় কাতরাচ্ছি তাদের অতি দ্রুত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। আমাদের কথা শুনতে হবে। আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করেছি। এখন এই অবস্থায় রাষ্ট্র আমাদের দেখার কথা। কিন্তু রাষ্ট্র দেখছে না বলেই আমরা পথে নেমে এসেছি। তারা এখনও জুলাই ফাউন্ডেশনের টাকা দেওয়া শেষ করতে পারেনি। এদিকে আমাদের পরিবার অচল হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে আমাদের জন্য কিছুই করা হয়নি। তারা এগুলো কবে করবে। আমরা মরে যাওয়ার পরে করবে নাকি বলে প্রশ্ন রাখেন তিনি।

আগস্টের আহত যোদ্ধা মোহাম্মদ লিটন বলেন, প্রকৃত চিকিৎসা দিচ্ছে না। আমাদের স্বীকৃতি দেয় না। আশ্বাস দেয় না। আমাদের আন্দোলনে মুলা ঝোলানোর মতো অবস্থা হচ্ছে।

আন্দোলনের ফলে শিশুমেলা থেকে আগারগাঁও লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে আশপাশের এলাকায়ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

পুলিশের সহকারী কমিশনার (পেট্রোল) মোহাম্মদপুর তারিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টা থেকে আহতরা সুচিকিৎসার দাবিতে সড়কে অবস্থান নিয়েছে। এর আগে নিটোরের সামনে অবস্থান নিলেও এখন তারা মিরপুর সড়কে অবস্থান নিয়েছে। ফলে শ্যামলী, কল্যাণপুর, আসাদগেটসহ সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিজনেস আওয়ার/ ০২ ফেব্রুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: