বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান, রাজনীতিবিদ ও সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী জানিয়েছেন, তার বাবা বিকেল সাড়ে চারটায় অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তার বোন ও অন্যান্য স্বজনেরা বিদেশে থাকায় জানাজা ও দাফন ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইনাম আহমেদ চৌধুরী ১৯৩৭ সালের ২৯ জুন সিলেটে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরি জীবন শুরু করেন এবং স্বাধীন বাংলাদেশে তিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন।
অবসরের পর ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। জিয়াকে নিয়ে তার লেখা বইও রয়েছে। সাবেক আমলা ইনাম আহমেদ চৌধুরী ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণ করেন এবং দলের ২০তম জাতীয় কাউন্সিলে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
বিজনেস আওয়ার/ ০৪ ফেব্রুয়ারি / কাউছার