স্পোর্টস ডেস্ক: সাউথ আফ্রিকায় চলমান এসএ-২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার নিশাম। প্রিটোরিয়ার হয়ে ৮ ম্যাচে ৯৫ রান করা নিশাম বোলিংয়ে নিয়েছেন ৭ উইকেট। পয়েন্ট টেবিলের চারে থাকায় প্লে-অফে নেই প্রিটোরিয়া। এসএ-২০ লিগের মিশন শেষ হওয়ায় আপাতত অবসর সময়ই পার করতে হবে তাকে। সেই ফাঁকে বিপিএল খেলার চুক্তি নিয়েছেন নিশাম।
এদিকে কিউই তারকা চলতি এসএ-টোয়েন্টি লিগের ক্যাম্পেইন শেষ করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) যোগ দিতে চলে এসেছেন। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা তার একটি ছবি পোস্ট সেটা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।
যদিও এর আগে কিউই অলরাউন্ডারের ইনস্টাগ্রামের স্টোরি দেখে বিপিএলে খেলা নিশ্চিত হওয়া গেলেও কোন দলের হয়ে খেলতে দেখা যাবে সেটা জানতে খানিকটা বেগই পেতে হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের একটা অংশ ধারণা করতে থাকেন রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে যাওয়া খুলনা টাইগার্সের হয়ে খেলতে আসছেন। পরবর্তীতে বরিশালের একটি সূত্র নিশ্চিত করেছে তাদের হয়ে ফাইনাল খেলতে আসছেন তিনি।
চিটাগংকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়া বরিশালের হয়ে খেলতে খানিকটা সময় অপেক্ষা করতে হবে তাকে। ৭ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে চলমান আসরের ফাইনাল। যেখানে বরিশালের প্রতিপক্ষ চিটাগং নয়ত খুলনা। ফাহিম আশরাফের অভাব পূরণেই মূলত নিশামকে নিয়ে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পুরো টুর্নামেন্ট জুড়ে দাপুটে পারফর্ম করেছেন ফাহিম।
পাকিস্তানের অলরাউন্ডার মিডিয়াম পেস বোলিংয়ে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। নিশাম নিজেও পেস বোলিংয়ের সঙ্গে মারকুটে ব্যাটিংও করতে পারেন। বিপিএলের গত আসরে রংপুরের হয়ে খেলতে এসেছিলেন। যেখানে ৭ ম্যাচে ২৯১ রান করার পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ৪ ফেব্রুয়ারি সকালে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বিজনেস আওয়ার/ ০৪ ফেব্রুয়ারি / রানা