আন্তর্জাতিক ডেস্ক : গুয়াতেমালায় ঘূর্ণিঝড় ‘এটা’র কারণে সৃষ্ট মৌসুমী বৃষ্টিপাত এবং ভূমিধসের ঘটনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রচণ্ড বাতাস ও টানা বর্ষণে বহু বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে মারা গেছেন। প্রত্যন্ত অঞ্চলে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।খবর- বিবিসির।
দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামমাতি গণমাধ্যমকে জানান, মধ্যাঞ্চলের কুয়েজা এলাকায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আগের ৫০ মৃত্যুর পাশাপাশি সেন্ট্রাল রিজিয়ন আল্টা ভেরাপাজের কুয়েজা এলাকায় আরও ১০০ প্রাণহানির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, টানা বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গাছপালা পড়ে এবং রাস্তাঘাট ভেঙে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলে ভূমিধস কবলিত ঘরবাড়িতে উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করে যাচ্ছে।
গুয়েতেমালার প্রেসিডেন্ট আরও বলেন – উদ্ধারকাজে ব্যবহারের জন্য একটিমাত্র হেলিকপ্টার থাকায় অভিযানে কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
বিজনেস আওয়ার/০৭ নভেম্বর, ২০২০/এ