বিজনেস আওয়ার প্রতিবেদক: যুক্তরাজ্যে অবস্থানরত পলাতক সাবেক দুই মন্ত্রী, আব্দুর রহমান ও শফিকুর রহমান, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করেছেন। আওয়ামী লীগের মাধ্যমে পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিট এলাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েন তারা।
লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদের লিফলেট বিতরণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দুটি ভিডিওতে দেখা যায়, সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান একটি সুইটস শপে গিয়ে ব্যবসায়ীর কাছে লিফলেট তুলে দিতে চান, কিন্তু তিনি তা নিতে ক্ষোভের সঙ্গে অস্বীকৃতি জানান। এতে বিরক্ত হয়ে আব্দুর রহমান দোকান থেকে বের হয়ে যান।
এরপর তারা আরেকটি ক্যাফেতে প্রবেশ করেন। কিন্তু সেখানে একই সমস্যা দেখা দেয়। কাউন্টার ব্যবসায়ী সরে দাঁড়িয়ে গেলে শেষ পর্যন্ত যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার মঞ্জুরুল ইসলাম লিফলেট গ্রহণ করেন।
ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে পরবর্তীতে দলীয় নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে লিফলেট হাতে ফটোসেশনে অংশ নেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ আগামী ১৬ ফেব্রুয়ারি লন্ডনের আলতাব আলী পার্কে ‘ইউনূস হঠাও, দেশ বাঁচাও’ শিরোনামে এক সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে।
বিজনেস আওয়ার/ ০৫ ফেব্রুয়ারি / কাউছার