বিজনেস আওয়ার প্রতিবেদক: জাপানের সংবাদমাধ্যম এনএইচকে-কে দেওয়া সাক্ষাৎকারে, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের নির্বাচন সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে।
ড. ইউনূস সাক্ষাৎকারে আরও বলেন, “আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তখন দেশে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিচারব্যবস্থা সঙ্কটের মধ্যে ছিল। তবে এখন আমরা অনেক দূর এগিয়ে গেছি।” তিনি জানান, নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় পরিণত হবে এবং নির্বাচিত প্রতিনিধিরা শক্তিশালী ভিত্তির ওপর কাজ করতে পারবেন।
তরুণ প্রজন্মের জন্য আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “তরুণরা বিশ্বের সাথে সৃজনশীল শক্তি ভাগ করে নিতে চায়, এবং ভবিষ্যতে তারা দেশের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।”
এছাড়া, প্রধান উপদেষ্টা জাপানকে বাংলাদেশের প্রধান উন্নয়নশীল অংশীদার হিসেবে উল্লেখ করে দেশটির প্রযুক্তি এবং বিনিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজনেস আওয়ার/ ০৭ ফেব্রুয়ারি / কাউছার