ঢাকা , সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন হাসান মাহমুদও!

  • পোস্ট হয়েছে : ৩ মিনিট আগে
  • 0

স্পোর্টস ডেস্ক: অনেকেরই মত তিনি দলে থাকতে পারতেন। এ তরুণ বোলার এখন দেশের অন্যতম সেরা পেস বোলারদের একজন। নিজের সামর্থ্য বুঝে, সীমাবদ্ধতা জেনে পরিবেশ-পরিস্থিতি ঠাউরে বোলিং করার ক্ষমতাটা বেশ ভাল রপ্ত করেছেন হাসান মাহমুদ। সেটা বিপিএলে খুব ভালভাবে বোঝা গেছে।

দেশের ব্যাটারদের বিপক্ষে ‘ডেথ ওভারে’ হাসান মাহমুদ সবচেয়ে কার্যকর বল করেন। পাশাপাশি বিদেশি ব্যাটারদেরও হাসান মাহমুদকে স্বচ্ছন্দে খেলতে বেশ কষ্ট হয়েছে; কিন্তু সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাসানকে না দেখে তাই অনেকেই অবাক হয়েছেন।

হাসান মাহমুদকে দলে নেয়া উচিৎ ছিল। অনেক ভক্ত ও ক্রিকেট অনুরাগির মুখেই এ কথা শোনা যাচ্ছে। কারো কারো মত, হয় মোস্তাফিজ না হয় তানজিম সাকিবের পরিবর্তে হাসান মাহমুদ স্কোয়াডে থাকতে পারতেন।

এদিকে ক্রিকেট পাড়া বিশেষ করে, শেরে বাংলার আশপাশে আজ সোমবার দুপুর থেকেই গুঞ্জন- হাসান মাহমুদ সম্ভবত দলের সাথে আরব আমিরাত ও পাকিস্তান যাবেন। এটুকু শুনে নিশ্চয়ই ভাবছেন, তবে কি হাসান মাহমুদকে পেস বোলার কোটায় মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে?

ভেতরের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে জায়গা না পেলেও হয়তো দলের সাথে আরব আমিরাত ও পাকিস্তান সফরে যাবেন হাসান মাহমুদ। এ পেসারকে দলের সাথেই যুক্ত করা হচ্ছে। তবে মূল দলে নয়। হাসান মাহমুদ দলের সাথে যাবেন মূলতঃ নেটে ব্যাটারদের অনুশীলনে সহায়তা করতে।

সত্যিই কি হাসান মাহমুদ ১৬ নম্বর সদস্য হিসেবে জাতীয় দলে অন্তর্ভুক্ত হচ্ছেন? খোঁজ নিয়ে জানা গেছে, নাহ! মূল দলের সদস্য হয়ে নয়, নেটে ব্যাকআপ বোলার হিসেবে সাথে থাকবেন হাসান মাহমুদ। তিনি একা নন, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোন বাড়তি ব্যাটার না গেলেও এক বা একাধিক বোলার দলের সাথে যাবেন, নেটে ব্যাটারদের বল করার জন্য।

সে জায়গায় হাসান মাহমুদের থাকা একরকম নিশ্চিত। আরও কেউ যেতে পারেন, সে সংখ্যা কত এবং কে? তা আজ-কালের মধ্যেই চূড়ান্ত হবে এবং সেটা করবেন কোচ ও টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট অপস এর দায়িত্বশীল সূত্রে এমনটাই জানা গেছে।

বিজনেস আওয়ার/ ১০ ফেব্রুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন হাসান মাহমুদও!

পোস্ট হয়েছে : ৩ মিনিট আগে

স্পোর্টস ডেস্ক: অনেকেরই মত তিনি দলে থাকতে পারতেন। এ তরুণ বোলার এখন দেশের অন্যতম সেরা পেস বোলারদের একজন। নিজের সামর্থ্য বুঝে, সীমাবদ্ধতা জেনে পরিবেশ-পরিস্থিতি ঠাউরে বোলিং করার ক্ষমতাটা বেশ ভাল রপ্ত করেছেন হাসান মাহমুদ। সেটা বিপিএলে খুব ভালভাবে বোঝা গেছে।

দেশের ব্যাটারদের বিপক্ষে ‘ডেথ ওভারে’ হাসান মাহমুদ সবচেয়ে কার্যকর বল করেন। পাশাপাশি বিদেশি ব্যাটারদেরও হাসান মাহমুদকে স্বচ্ছন্দে খেলতে বেশ কষ্ট হয়েছে; কিন্তু সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাসানকে না দেখে তাই অনেকেই অবাক হয়েছেন।

হাসান মাহমুদকে দলে নেয়া উচিৎ ছিল। অনেক ভক্ত ও ক্রিকেট অনুরাগির মুখেই এ কথা শোনা যাচ্ছে। কারো কারো মত, হয় মোস্তাফিজ না হয় তানজিম সাকিবের পরিবর্তে হাসান মাহমুদ স্কোয়াডে থাকতে পারতেন।

এদিকে ক্রিকেট পাড়া বিশেষ করে, শেরে বাংলার আশপাশে আজ সোমবার দুপুর থেকেই গুঞ্জন- হাসান মাহমুদ সম্ভবত দলের সাথে আরব আমিরাত ও পাকিস্তান যাবেন। এটুকু শুনে নিশ্চয়ই ভাবছেন, তবে কি হাসান মাহমুদকে পেস বোলার কোটায় মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে?

ভেতরের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে জায়গা না পেলেও হয়তো দলের সাথে আরব আমিরাত ও পাকিস্তান সফরে যাবেন হাসান মাহমুদ। এ পেসারকে দলের সাথেই যুক্ত করা হচ্ছে। তবে মূল দলে নয়। হাসান মাহমুদ দলের সাথে যাবেন মূলতঃ নেটে ব্যাটারদের অনুশীলনে সহায়তা করতে।

সত্যিই কি হাসান মাহমুদ ১৬ নম্বর সদস্য হিসেবে জাতীয় দলে অন্তর্ভুক্ত হচ্ছেন? খোঁজ নিয়ে জানা গেছে, নাহ! মূল দলের সদস্য হয়ে নয়, নেটে ব্যাকআপ বোলার হিসেবে সাথে থাকবেন হাসান মাহমুদ। তিনি একা নন, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোন বাড়তি ব্যাটার না গেলেও এক বা একাধিক বোলার দলের সাথে যাবেন, নেটে ব্যাটারদের বল করার জন্য।

সে জায়গায় হাসান মাহমুদের থাকা একরকম নিশ্চিত। আরও কেউ যেতে পারেন, সে সংখ্যা কত এবং কে? তা আজ-কালের মধ্যেই চূড়ান্ত হবে এবং সেটা করবেন কোচ ও টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট অপস এর দায়িত্বশীল সূত্রে এমনটাই জানা গেছে।

বিজনেস আওয়ার/ ১০ ফেব্রুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: