বিজনেস আওয়ার ডেস্ক: ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট সদস্য শশী থারুর বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা সৃষ্টি করেছে। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য ভারতীয় নীতির জন্য সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে প্রতিবেশী দেশ বাংলাদেশে ক্ষমতায় থাকা সরকার ও তাদের কার্যকলাপ সম্পর্কিত ভারতের প্রতিক্রিয়া সংক্রান্ত।
এ মন্তব্যটি তিনি সোমবার নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনের সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে করেন। শশী থারুর জানান, ভারতের উচিত বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি নিজেদের প্রতিশ্রুতি স্পষ্ট করা, যাতে কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বের অনুভূতি না আসে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের ঘটনা সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে। যদি শত্রুভাবাপন্ন কোনো সরকার ক্ষমতায় আসে, তাহলে ভারত সংকটে পড়তে পারে।” তার মতে, ভারতকে তাদের পারস্পরিক সম্পর্কের প্রতি সতর্ক থাকতে হবে এবং কোনও একটি দল বা সম্প্রদায়ের প্রতি উদ্বেগের চেয়ে বাংলাদেশিদের কল্যাণের প্রতি তাদের প্রতিশ্রুতি রাখতে হবে।
শশী থারুরের মতে, ভারতের উচিত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সাবধানে পর্যবেক্ষণ করা এবং কোনো ধরনের শত্রুভাবাপন্ন অবস্থান না নেয়া। তিনি বলেন, “বাংলাদেশে কী ঘটছে তা খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা উচিত, কারণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ।”
বিজনেস আওয়ার/ ১২ ফেব্রুয়ারি / হাসান