ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্টেগেনই কি বার্সার পরবর্তী অধিনায়ক?

  • পোস্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • 35

স্পোর্টস ডেস্ক : জেরার্ড পিকে ও সার্জিও বুসকেট বার্সেলোনায় আর বেশিদিন থাকছেন না তা মোটামুটি নিশ্চিত। লিওনেল মেসিও বার্সেলোনা ছাড়তে উঠেপড়ে লেগেছেন। এবার না পারলেও আগামী মৌসুমে তার বার্সা ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কে হবেন বার্সেলোনার পরবর্তী অধিনায়ক?

জার্মান তারকা অনেকদিন ধরেই বার্সেলোনার নাম্বার ওয়ান গোলরক্ষক। ম্যাচে তার প্রভাব লক্ষ্য করা যায় প্রতিনিয়ত। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। তাতে স্টেগেনের বড় অবদান।

দীর্ঘদিন পর চোট থেকে ফিরে দারুণ কিছু সেভ করেছেন জার্মান গোলরক্ষক। পাশাপাশি সতীর্থদের উৎসাহিত করার বিষয়টিও লক্ষ্য করা গেছে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা বার্সেলোনার তারকা মিডফিল্ডার রিভালদো মনে করছেন, স্টেগেনই হতে পারেন বার্সার পরবর্তী অধিনায়ক।

শুক্রবার (৬ নভেম্বর) বেটফেয়ারে নিজের লেখা কলামে রিভালদো তার কথার পক্ষে যুক্তিও দাঁড় করিয়েছেন, ‘জার্মান গোলরক্ষক টের স্টেগেন ডায়নামো কিয়েভের বিপক্ষে দলে ফিরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। সে না থাকলে বার্সেলোনা ম্যাচটি জিততে পারতো না।’

রিভালদো বলে, ‘অনেকেই মনে করে, ভবিষ্যতে সে বার্সার অধিনায়ক হতে পারে। আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। মেসি, পিকে বা বুসকেতস যখন ক্লাব ছেড়ে যাবে, তখন সে এই ভূমিকা নিতে পারে। ম্যাচ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ এবং সতীর্থদের পরামর্শ দেওয়ার জন্য উপযুক্ত জায়গায় সে খেলে।

বিজনেস আওয়ার/০৭ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্টেগেনই কি বার্সার পরবর্তী অধিনায়ক?

পোস্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : জেরার্ড পিকে ও সার্জিও বুসকেট বার্সেলোনায় আর বেশিদিন থাকছেন না তা মোটামুটি নিশ্চিত। লিওনেল মেসিও বার্সেলোনা ছাড়তে উঠেপড়ে লেগেছেন। এবার না পারলেও আগামী মৌসুমে তার বার্সা ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কে হবেন বার্সেলোনার পরবর্তী অধিনায়ক?

জার্মান তারকা অনেকদিন ধরেই বার্সেলোনার নাম্বার ওয়ান গোলরক্ষক। ম্যাচে তার প্রভাব লক্ষ্য করা যায় প্রতিনিয়ত। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। তাতে স্টেগেনের বড় অবদান।

দীর্ঘদিন পর চোট থেকে ফিরে দারুণ কিছু সেভ করেছেন জার্মান গোলরক্ষক। পাশাপাশি সতীর্থদের উৎসাহিত করার বিষয়টিও লক্ষ্য করা গেছে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা বার্সেলোনার তারকা মিডফিল্ডার রিভালদো মনে করছেন, স্টেগেনই হতে পারেন বার্সার পরবর্তী অধিনায়ক।

শুক্রবার (৬ নভেম্বর) বেটফেয়ারে নিজের লেখা কলামে রিভালদো তার কথার পক্ষে যুক্তিও দাঁড় করিয়েছেন, ‘জার্মান গোলরক্ষক টের স্টেগেন ডায়নামো কিয়েভের বিপক্ষে দলে ফিরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। সে না থাকলে বার্সেলোনা ম্যাচটি জিততে পারতো না।’

রিভালদো বলে, ‘অনেকেই মনে করে, ভবিষ্যতে সে বার্সার অধিনায়ক হতে পারে। আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। মেসি, পিকে বা বুসকেতস যখন ক্লাব ছেড়ে যাবে, তখন সে এই ভূমিকা নিতে পারে। ম্যাচ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ এবং সতীর্থদের পরামর্শ দেওয়ার জন্য উপযুক্ত জায়গায় সে খেলে।

বিজনেস আওয়ার/০৭ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: