বিজনেস আওয়ার প্রতিবেদক: খোন্দকার মুহাম্মদ ইকবাল। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুন্ডের বাসিন্দা। বিসিআইসির অধীন শাহজালাল ফার্টিলাইজার কারখানার হিসাব বিভাগের প্রধান ছিলেন।
খোন্দকার ইকবালচাকরি জীবনে দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের তদন্তে এখন পর্যন্ত ইকবালের ৩৮ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৮৫১ টাকার সম্পদের তত্ত্বাবধান করেছে।
দুর্নীতির অর্থ দিয়ে ইকবাল ৯১টি গাড়ি কিনেছেন, যাদের মধ্যে ২১টি মিনিবাস তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মাসিক চুক্তিতে ভাড়া দেন। সেগুলো জব্দ করেছে সিআইডি।
সিআইডির তথ্য অনুযায়ী, ইকবাল এবং তার স্ত্রী হালিমা আক্তারের নামে একাধিক ফ্ল্যাট এবং জমির সন্ধান মিলেছে।
ইকবাল ও তার স্ত্রীর কাছে মোট ৪টি ফ্ল্যাট রয়েছে, যার মধ্যে রমনার মেহজাবীন স্কয়ারে একটি তিন হাজার ৮৩৫ বর্গফুটের ফ্ল্যাট এবং দক্ষিণখান আইকন ভিলেজে একটি এক হাজার ৫৯৯ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে, যার দলিল মূল্য দুই কোটি ৯৩ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা।
এছাড়াও, রমনায় দুটি ফ্ল্যাট রয়েছে যার আয়তন ২১০৬ এবং ১৩৬৮ বর্গফুট। ইকবালের স্ত্রীর নামে ২৯৯ দশমিক ১ শতাংশ জমির খোঁজ পাওয়া গেছে, যার দলিল মূল্য প্রায় সাত কোটি ১১ লাখ ৫১ হাজার টাকা।
বিজনেস আওয়ার/ ১২ ফেব্রুয়ারি / কাউছার