স্পোর্টস ডেস্ক: ভারত-ইংল্যান্ড, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা – আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অংশগ্রহণকারী আটটি দেশের ৬টিই এ মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের সঙ্গে যুক্ত। কেউ দ্বি-পাক্ষিক সিরিজ আবার কেউ ব্যস্ত ত্রিদেশীয় সিরিজ খেলতে। ভারত আর ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলো বুধবার।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানেই। এরই মধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। বাকি আছে ফাইনাল। শ্রীলঙ্কায় চলছে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। যদিও এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে না শ্রীলঙ্কা।
আট দলের ৬টি দলই রয়েছে খেলার মধ্যে। বাকি দুই দল বাংলাদেশ এবং আফগানিস্তান নেই খেলার মধ্যে। বাংলাদেশের ক্রিকেটাররা সদ্য সমাপ্ত বিপিএলে খেলেছে। আফগানিস্তান ক্রিকেটাররাও নানা ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেছে।
বিশ্বকাপ বা চ্যাম্পিন্স ট্রফি- আইসিসির যে কোনো ইভেন্টের আগেই অংশগ্রহণকারী প্রতিটি দল এক বা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। কিন্তু এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তেমন কোনো প্রস্তুতি ম্যাচ নেই। ভারত, ইংল্যান্ড, পাকিস্তান বা অস্ট্রেলিয়া- এসব দেশ কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ভারত।
প্রস্তুতি ম্যাচ খেলবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া চারটি দল। বাংলাদেশ, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে চারটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে দুটি ম্যাচ খেলবে আফগানিস্তান। একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তান নিজেরা প্রস্তুতি ম্যাচ না খেললেও তিনটি পাকিস্তান ‘এ’ দল (পাকিস্তান শাহিনস) তৈরি করা হয়েছে। তারা আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ছাড়া নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচই অংশগ্রহণকারী দু’টি দেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। লাহোর, করাচি এবং দুবাইয়ে হবে সব প্রস্তুতি ম্যাচ।
প্রস্তুতি ম্যাচের সূচি
১৪ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম আফগানিস্তান, লাহোর
১৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ, দুবাই
বিজনেস আওয়ার/ ১৩ ফেব্রুয়ারি / রানা