বিজনেস আওয়ার ডেস্ক: বাংলাদেশের সহকারী হাইকমিশন আগরতলায় পুনরায় খুলে দেওয়ার ফলে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা পরিষেবা আবার চালু করা হয়েছে। এই ভিসা কার্যক্রম ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেক ভারতীয় নাগরিক ভিসা আবেদন করতে শুরু করেছেন।
গত বছরের ডিসেম্বরে আগরতলা বাংলাদেশ হাইকমিশনের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার কারণে, হাইকমিশন বন্ধ হয়ে যায় এবং ভিসা পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এই কারণে ভারতীয়দের জন্য বাংলাদেশে ভ্রমণ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। তবে, সম্প্রতি আবার সেই পরিষেবা চালু হয়েছে এবং নাগরিকদের জন্য নতুন করে ভিসা পাওয়া সম্ভব হয়েছে।
আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশন, উত্তর-পূর্ব ভারতের মানুষের জন্য ভিসা আবেদন গ্রহণ করে থাকে, যেখানে সাধারণত প্রতিদিন ৫০০-৬০০ আবেদন জমা পড়ে। ভিসা পুনরায় চালু হওয়া পর, আবেদনকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রথম দিনে ১০০টি আবেদন জমা পড়লেও, পরের দিন তা ২০০ ছাড়িয়ে যায়।
এছাড়া, ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকদের জন্যও এই ভিসা পরিষেবা পুনরায় চালু হওয়া অনেকটা গুরুত্বপূর্ণ। একজন ভারতীয় আবেদনকারী, সুনন্দা দেবনাথ, জানান যে দীর্ঘ সময় ভিসা পরিষেবা বন্ধ থাকায় তিনি বাংলাদেশের আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারছিলেন না, কিন্তু এখন তার জন্য এটি একটি সুখবর। ব্যবসায়ী রতন দেবনাথ জানান, ভিসা পরিষেবা বন্ধ থাকার কারণে তাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তবে এখন এটি চালু হওয়ায় তাদের ব্যবসা আবার সজীব হয়ে উঠবে।
ভিসা আবেদন জমা দেয়ার পর, সাধারণত তিন দিনের মধ্যে ভিসা প্রদান করা হবে, তবে বিশেষ ক্ষেত্রে কিছুটা বেশি সময়ও লাগতে পারে। এছাড়া, আগরতলায় ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ভারতীয় পর্যটক এবং ব্যবসায়ী সমাজও সন্তুষ্ট। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যা দু’দেশের মধ্যে যাতায়াত এবং সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
গত বছরের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, যার প্রভাব ভারতীয় পর্যটন খাতে পড়েছিল। বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তবে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা এখনও দেওয়া হয়নি, যার ফলে ভারতে বাংলাদেশের পর্যটকদের অবদান ব্যাপকভাবে কমে গেছে।
বিজনেস আওয়ার/ ১৪ ফেব্রুয়ারি / হাসান