ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিনেপ্লেক্সে চলছে সপ্তাহব্যাপী বাংলা ছবি

  • পোস্ট হয়েছে : ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • 53

বিনোদন ডেস্ক : করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি চালু হয়েছে স্টার সিনেপ্লেক্সের সকল শাখা। চালু হওয়ার দুই সপ্তাহ পর ৭ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। প্রতিদিন তিনটি ছবির তিনটি করে প্রদর্শনী হবে।

গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া চলচ্চিত্র সপ্তাহ শেষ হবে আগামি ১২ নভেম্বর পর্যন্ত। দিনব্যাপী তিনটি শো চলছে। দুপুর ১টা ১৫, বিকেল ৪টা ১০ এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চলবে শোগুলো। বিস্তারিত শিডিউল দেওয়া হয়েছে স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইট ও ফেইসবুক পেজে

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, বাংলা ছবি সপ্তাহে যে ছবিগুলো প্রদর্শিত হবে তার মধ্যে রয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’ এবং পুরনো ‘আয়নাবাজি’, ‘দেবী’, ‘ঢাকা অ্যাটাক’, ‘শিকারী’, ‘কৃষ্ণপক্ষ’, ‘কমলা রকেট’ ও ‘ন ডরাই’ চলচ্চিত্র।

এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায় চলছে বিভিন্ন সময়ে মুক্তি পাওয়া সাড়া জাগানো তিনটি বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হলো দীপংকর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক, মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ এবং অনম বিশ্বাসের বহুল আলোচিত দেবী।

স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারেও একই সময়ে তিনটি শো চলছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটির। এদিকে একই সময়ে স্টারসিনেপ্লেক্সের নতুন শাখা মহাখালির এসকেএস টাউয়ারে চলছে জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত বহুল প্রশংসিত ছবি ‘দেবী’।

শনিবার (৭ নভেম্বর) স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও এসকেএস শাখাতে দর্শক দিনব্যাপী তিনটি শোতে দেখতে পারবেন অমিতাভ রেজা পরিচালিত সুপারহিট ছবি ‘আয়নাবাজি’। এদিন সীমান্ত সম্ভারে চলবে শাকিব খান অভিনীত যৌথপ্রযোজনার ছবি ‘শিকারি’।

বিজনেস আওয়ার/০৭ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিনেপ্লেক্সে চলছে সপ্তাহব্যাপী বাংলা ছবি

পোস্ট হয়েছে : ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি চালু হয়েছে স্টার সিনেপ্লেক্সের সকল শাখা। চালু হওয়ার দুই সপ্তাহ পর ৭ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। প্রতিদিন তিনটি ছবির তিনটি করে প্রদর্শনী হবে।

গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া চলচ্চিত্র সপ্তাহ শেষ হবে আগামি ১২ নভেম্বর পর্যন্ত। দিনব্যাপী তিনটি শো চলছে। দুপুর ১টা ১৫, বিকেল ৪টা ১০ এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চলবে শোগুলো। বিস্তারিত শিডিউল দেওয়া হয়েছে স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইট ও ফেইসবুক পেজে

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, বাংলা ছবি সপ্তাহে যে ছবিগুলো প্রদর্শিত হবে তার মধ্যে রয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’ এবং পুরনো ‘আয়নাবাজি’, ‘দেবী’, ‘ঢাকা অ্যাটাক’, ‘শিকারী’, ‘কৃষ্ণপক্ষ’, ‘কমলা রকেট’ ও ‘ন ডরাই’ চলচ্চিত্র।

এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায় চলছে বিভিন্ন সময়ে মুক্তি পাওয়া সাড়া জাগানো তিনটি বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হলো দীপংকর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক, মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ এবং অনম বিশ্বাসের বহুল আলোচিত দেবী।

স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারেও একই সময়ে তিনটি শো চলছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটির। এদিকে একই সময়ে স্টারসিনেপ্লেক্সের নতুন শাখা মহাখালির এসকেএস টাউয়ারে চলছে জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত বহুল প্রশংসিত ছবি ‘দেবী’।

শনিবার (৭ নভেম্বর) স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও এসকেএস শাখাতে দর্শক দিনব্যাপী তিনটি শোতে দেখতে পারবেন অমিতাভ রেজা পরিচালিত সুপারহিট ছবি ‘আয়নাবাজি’। এদিন সীমান্ত সম্ভারে চলবে শাকিব খান অভিনীত যৌথপ্রযোজনার ছবি ‘শিকারি’।

বিজনেস আওয়ার/০৭ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: