বিজনেস আওয়ার প্রতিবেদক: দক্ষিণ সুরমায় তেলবাহী ট্রেনের বগী লাইনচ্যুত হওয়ার পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও এখনো সিলেট ছাড়েনি কোনো ট্রেন। এতে ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে লাইনচ্যুতর ঘটনা ঘটে। পরে রাতেই লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। এখন রেল চলাচল স্বাভাবিক হলেও সিলেট স্টেশনে আটকে আছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। সকাল ৬টা ১৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগনটি সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ঘটনার পর থেকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। একইভাবে অন্য কোনো ট্রেন সিলেট স্টেশনে প্রবেশ করতে পারেনি।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, তেলবাহী বগিটি লাইনচ্যুত হওয়ায় রাতেই রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। রাতে ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কিছু সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে।
বিজনেস আওয়ার/ ১৬ ফেব্রুয়ারি / কাউছার