বিজনেস আওয়ার ডেস্ক: অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অংশ হিসেবে এবার আরও ১১৯ ভারতীয়কে দেশে ফেরত পাঠাল আমেরিকা। স্থানীয় সময় শনিবার দ্বিতীয় দফায় ভারতীয় অবৈধ অভিবাসীদের দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে আমেরিকা থেকে উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠানো হয়েছে ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয় দফায় ভারতীয়দের নিয়ে মার্কিন উড়োজাহাজ পৌঁছাল ভারতে। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় উড়োজাহাজটি।
ভারতীয়দের বহনকারী মার্কিন উড়োজাহাজ অমৃতসরে পৌঁছনোর আগেই সেখানকার বিমানবন্দরে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সন্ধ্যায় বিমানবন্দরে যান।
দ্বিতীয় দফায় ফেরত পাঠানো শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীদের মধ্যে পাঞ্জাব ছাড়াও অন্য রাজ্যের বাসিন্দাও রয়েছেন। এই ১১৯ অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এ ছাড়া গুজরাটের ৮ জন, উত্তরপ্রদেশের ৩ জন, গোয়া রাজ্যের ২ জন, মহারাষ্ট্রের ২ জন, রাজস্থানের ২ জন, হিমাচল প্রদেশের একজন এবং জম্মু-কাশ্মিরের একজন।
এর আগে প্রথম দফায় গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। সামরিক বিমানে করে এসব অভিবাসীদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল। আজ রোববার তৃতীয় দফায় দেড় শতাধিক ভারতীয়কে ফেরত পাঠানোর কথা রয়েছে।
গেল ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরই আমেরিকায় থাকা অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় অভিবাসনপ্রত্যাশীদের ধর-পাকড় এবং নিজ দেশে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম।
বিজনেস আওয়ার/ ১৬ ফেব্রুয়ারি / হাসান