বিনোদন ডেস্ক: তরুণ বয়সেই চিরদিনের জন্য চলে গেলেন ছোট পর্দার অভিনেতা শাহবাজ সানি। রোববার দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘আজকে সকালে বিষয়টি জেনেছি। আমাকে আমাদের সহকর্মী বলেছেন। বিস্তারিত কোনো কিছু এখনো জানি না; খোঁজ-খবর নিচ্ছি।’
নাট্যনির্মাতা তুহিন হোসেন বলেন, “হুট করে (মারা গেল)। তার হাই প্রেসার ছিল। (রোববার রাতে) হুট করে সে অস্থিরতা প্রকাশ করেছে; বমি করছে। তারপরে হাসপাতালে নিয়েছে। হাসপাতালের নেওয়ার আধা ঘণ্টার মধ্যে ডাক্তার জানিয়েছেন, শাহবাজ সানি মারা গিয়েছেন। কী কারণে মারা গিয়েছেন জানতে চাইলে ডাক্তার বলেছেন, ‘হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে।”
নির্মাতা ইমরাউল রাফাত বলেন, “রোববার রাতে উত্তরায় আড্ডা দিচ্ছিলেন শাহবাজ সানি। হঠাৎ মাটিতে পড়ে যান। তার সঙ্গে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়েছেন। আমাকে রাত ১২টার পর ফোন দিয়েছে। আমি যেতে যেতে রাত ১টা বেজে যায়। ৩টার পরপর ডাক্তার ক্লিনিক্যালি ডেড বলেছেন। ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি নিয়ে গিয়েছে। কী কারণে মারা গেছে ডাক্তারের কাছে জানতে চাইলে বলেন, ‘হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে।”
শাহবাজ সানির মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নেওয়া হয়েছে। বাদ জোহর তার জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে টিভি নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব তার ফেসবুকে লিখেছেন, অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানির জন্য দোয়া করবেন।
সানির সঙ্গে থাকা ছয়টি ছবি ফেসবুকে পোস্ট করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা শাহবাজ সানি গতকাল রাতে মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসি করুন, আমিন।’
ভিডিও এডিটর তনিয়া ইসলাম তনু শাহবাজ সানির ফেসবুক টাইমলাইনে লিখেছেন, অভিনেতা Shahbaz Sunny আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। Dhaka Specialized Hospital- এ রাত ৩টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ওনি। তার এই অকাল মৃত্যু সত্যিই অবিশ্বাস্য। হার্ট অ্যাটাকে তার অকাল মৃত্যু হয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন।
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ টেলিফিল্ম দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানি।
অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন শাহবাজ সানি। সেই সঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করলেও পরে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন। ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকী।
নাটকটি প্রচারের পর দর্শকমহলে প্রশংসা পান এই তরুণ তুর্কি। এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয়। এছাড়াও দর্শক প্রশংসিত হওয়া শাহবাজ সানির অন্যান্য নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।
বিজনেস আওয়ার/ ১৭ ফেব্রুয়ারি / রানা