স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র দুদিন আগে দেশে ফিরে গেছেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মরকেল। কী এমন জরুরি কাজ যে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগমুহূর্তে বাড়ি যেতে হলো তাকে? পরে জানা গেছে, মরকেলের বাবা পৃথিবীতে তার অভিযাত্রা শেষ করেছেন।
বাবার মৃত্যুর খবর শুনেই দেশে ফিরে গেছেন মরকেল। জন্মদাতাকে শেষ বিদায় জানাতে তড়িঘড়ি করে দুবাই ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
গেল ১৫ ফেব্রুয়ারি ভারতীয় দলের সঙ্গে দুবাই পৌঁছান মরকেল। মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি অনুশীলন সেশনেও অংশ নেন। তবে গতকাল সোমবার দলের অনুশীলনে উপস্থিত ছিলেন না তিনি। মূলত, বাবার আকস্মিক মৃত্যুর খবর শুনে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
ভারতের হিন্দি ভাষার পত্রিকা ‘দৈনিক জার্গনের’ প্রতিবেদন অনুসারে মরকেল কবে ফিরবেন, তা এখনও নিশ্চিত হয়নি। তার অনুপস্থিতি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনায় প্রভাব ফেলতে পারে। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে।
বিজনেস আওয়ার/ ১৮ ফেব্রুয়ারি / রানা