বিজনেস আওয়ার প্রতিবেদক:বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন। মামলায় আসামিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, সাবেক সহকারী পরিচালক মোছাম্মৎ ইসমত আরা বেগম, জনতা ব্যাংকের সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ ও অন্যান্য ব্যাংক কর্মকর্তারা রয়েছেন।
এছাড়া, এননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল, মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন ও পরিচালক মো. আবু তালহা মামলায় আসামি হয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
আসামিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিজনেস আওয়ার/ ২১ ফেব্রুয়ারি / কাউছার