ঢাকা , সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এবার শুটিং থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার অভিনেতা

  • পোস্ট হয়েছে : ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • 4

বিনোদন ডেস্ক: শুটিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ। গতকাল শনিবার দিবাগত রাতে ১১টার দিকে রাজধানীর ৩০০ ফিটে এ ঘটনা ঘটে। অভিনেতা সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘ছিনতাইকারী ভাইয়েরা নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে।’

অভিনেতা একটি পোস্টে লেখেন, ‘কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়া যায় নাই টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।’

সহকর্মীদের সতর্ক করার উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উল্লেখ করে অভিনেতা বলেন, ‘আমি স্ট্যাটাস দিয়েছি এই কারণে যে আমাদের মিডিয়ার ভাই-বোনরা কেউ যেন এই ভুলটা না করে।’

বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হারুন রশিদ জানান, ‘রাত বিরাতে কোথাও যাই না। গেলে ইউনিটের গাড়ি ব্যবহার করি। গতকালকেও ওরা ইউনিটের গাড়িতে যেতে বলছিল। কিন্তু আমি ভাবলাম ইউনিটের গাড়িতে গেলে রাত দুইটা-তিনটা বাজবে। তাই একা আসছিলাম। আর এই পরিস্থিতির সম্মুখীন হলাম।

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়ে কিছুই হবে না। আমি নীলা মার্কেটের সামনে পুলিশের গাড়িও দেখেছি। তাদের সঙ্গে কথা বলিনি। চলে এসেছি। এগুলো এখন অহরহ হচ্ছে। আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার মনে হয়েছে। তবে ভয় পেয়েছি। কেননা কোপ টোপ যদি দিয়ে বসতো, সেই ভয় ছিল। ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। আধ ঘণ্টা রাস্তার মধ্যে বসে ছিলাম। কাউকে যে ফোনে কল করব, ব্যাগটা নিয়ে যে হাঁটব, অন্ধকার থেকে একটু আলোতে যাব সেই শক্তিও ছিল না।’

হারুন রশিদ বেশ জনপ্রিয় অভিনেতা। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেন। বিভিন্ন নাটক, সিনেমা হাস্যরসাত্মক চরিত্রে বেশি দেখা যায় তাকে।

বিজনেস আওয়ার/ ০২ মার্চ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এবার শুটিং থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার অভিনেতা

পোস্ট হয়েছে : ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক: শুটিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ। গতকাল শনিবার দিবাগত রাতে ১১টার দিকে রাজধানীর ৩০০ ফিটে এ ঘটনা ঘটে। অভিনেতা সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘ছিনতাইকারী ভাইয়েরা নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে।’

অভিনেতা একটি পোস্টে লেখেন, ‘কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়া যায় নাই টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।’

সহকর্মীদের সতর্ক করার উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উল্লেখ করে অভিনেতা বলেন, ‘আমি স্ট্যাটাস দিয়েছি এই কারণে যে আমাদের মিডিয়ার ভাই-বোনরা কেউ যেন এই ভুলটা না করে।’

বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হারুন রশিদ জানান, ‘রাত বিরাতে কোথাও যাই না। গেলে ইউনিটের গাড়ি ব্যবহার করি। গতকালকেও ওরা ইউনিটের গাড়িতে যেতে বলছিল। কিন্তু আমি ভাবলাম ইউনিটের গাড়িতে গেলে রাত দুইটা-তিনটা বাজবে। তাই একা আসছিলাম। আর এই পরিস্থিতির সম্মুখীন হলাম।

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়ে কিছুই হবে না। আমি নীলা মার্কেটের সামনে পুলিশের গাড়িও দেখেছি। তাদের সঙ্গে কথা বলিনি। চলে এসেছি। এগুলো এখন অহরহ হচ্ছে। আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার মনে হয়েছে। তবে ভয় পেয়েছি। কেননা কোপ টোপ যদি দিয়ে বসতো, সেই ভয় ছিল। ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। আধ ঘণ্টা রাস্তার মধ্যে বসে ছিলাম। কাউকে যে ফোনে কল করব, ব্যাগটা নিয়ে যে হাঁটব, অন্ধকার থেকে একটু আলোতে যাব সেই শক্তিও ছিল না।’

হারুন রশিদ বেশ জনপ্রিয় অভিনেতা। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেন। বিভিন্ন নাটক, সিনেমা হাস্যরসাত্মক চরিত্রে বেশি দেখা যায় তাকে।

বিজনেস আওয়ার/ ০২ মার্চ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: