ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ না করার সিন্ধান্ত রাশেদ মাকসুদ কমিশনের

  • পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তার নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা নিজ নিজ পদে বহাল থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (০৬ মার্চ) নিরাপত্তা ইস্যুতে বিএসইসিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ সিদ্ধান্তের কথা জানান রাশেদ মাকসুদ।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আজকে সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বলেছেন, যে কাজটা করে যাচ্ছি, সেটা যেন করে যাই, আরও জোরদার করি।

এসময় সাংবাদিকরা জানান, বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা কমিশনের পদত্যাগ দাবি করছেন এবং কর্মবিরতি পালন করছেন।

এ প্রসঙ্গে রাশেদ মাকসুদ বলেন, “সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। যে মিশন নিয়ে কাজ শুরু করেছি, তা থেকে একচুলও সরবো না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমরা দায়িত্বশীলভাবে এবং নিয়ম মেনে যে কাজ করে আসছি, তা অব্যাহত রাখবো।”

কর্মকর্তারা কাজ না করলে কি করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার লালারুখ বলেন, “আমরা আহ্বান জানাবো তাদের কাজে যোগদানের জন্য। তারপরেও যদি কাজে না আসেন এমন প্রশ্নে লালারুখ বলেন, সেটা দেখা যাবে।”

বিজনেস আওয়ার/ ০৭ মার্চ / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পদত্যাগ না করার সিন্ধান্ত রাশেদ মাকসুদ কমিশনের

পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তার নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা নিজ নিজ পদে বহাল থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (০৬ মার্চ) নিরাপত্তা ইস্যুতে বিএসইসিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ সিদ্ধান্তের কথা জানান রাশেদ মাকসুদ।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আজকে সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বলেছেন, যে কাজটা করে যাচ্ছি, সেটা যেন করে যাই, আরও জোরদার করি।

এসময় সাংবাদিকরা জানান, বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা কমিশনের পদত্যাগ দাবি করছেন এবং কর্মবিরতি পালন করছেন।

এ প্রসঙ্গে রাশেদ মাকসুদ বলেন, “সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। যে মিশন নিয়ে কাজ শুরু করেছি, তা থেকে একচুলও সরবো না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমরা দায়িত্বশীলভাবে এবং নিয়ম মেনে যে কাজ করে আসছি, তা অব্যাহত রাখবো।”

কর্মকর্তারা কাজ না করলে কি করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার লালারুখ বলেন, “আমরা আহ্বান জানাবো তাদের কাজে যোগদানের জন্য। তারপরেও যদি কাজে না আসেন এমন প্রশ্নে লালারুখ বলেন, সেটা দেখা যাবে।”

বিজনেস আওয়ার/ ০৭ মার্চ / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: