স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুটা যাচ্ছেতাই হয়েছিল ফ্রেঞ্চ লিগ ওয়ানের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন র। নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচ হেরে টেবিলের তলানিতে পৌঁছে গেছিল তারা। তবে ঘুরে দাঁড়াতে সময় লাগেনি খুব বেশি। সেই দুই পরাজয়ের পর এখন টানা ৮ ম্যাচ জিতল থমাস টুখেলের দল।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে রেনের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি লিগে এটি তাদের টানা অষ্টম জয়। জাতীয় দলে ফেরার পরদিনই ক্লাবের হয়ে জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ আরও একবার দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে ম্যাচের ১১ মিনিটের সময় ময়সে কিন ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান। প্রথম গোল পায় পিএসজি। ব্যবধান দ্বিগুণ করতে মিনিট দশেক সময় নেন ডি মারিয়া। ম্যাচের বয়স যখন ২১ মিনিটবুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
প্রথমার্ধে আর কোনো গোল পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ফিরেও মিলছিল গোলের দেখা। অবশেষে ৭৩ মিনিটের সময় অপেক্ষার অবসান ঘটান আর্জেন্টাইন তারকা। ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের জাদুকরী শটে লক্ষ্যভেদ করেন ডি মারিয়া। পিএসজি পায় ৩-০ গোলের জয়।
এ জয়ের পর দশ ম্যাচে ৮ জয় থেকে পাওয়া ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে ৫ জয় ও ৩ ড্র’তে ১৮ পয়েন্ট নিয়ে রেনের অবস্থান তৃতীয়।
বিজনেস আওয়ার/০৮ নভেম্বর, ২০২০/এ