ঢাকা , সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

‘বন্ধুকে’ পরাজিত দেখে খারাপ লাগছে কোহলির

  • পোস্ট হয়েছে : ২০ মিনিট আগে
  • 2

স্পোর্টস ডেস্ক: খেলায় হার-জিত থাকবেই। তবে নিউজিল্যান্ডের জন্য হারটাই যেন অতি আপন। আইসিসি টুর্নামেন্টে বেশ কয়েকবার ফাইনালে উঠলেও একবারও শিরোপা ছুয়ে দেখার সুযোগ হয়নি কিউইদের। গতকাল রোববার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও হেরে গেছে ভারতের কাছে। অর্থাৎ সফলতার একেবারে কাছাকাছি গিয়ে আর একও ব্যর্থ মিশন শেষ হলে নিউজিল্যান্ডের।

অন্যদিকে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। খুব স্বাভাবিকভাবেই ভারতীয় দলের ক্রিকেটাররা দারুণ উচ্ছ্বাসিত। দলের অভিজ্ঞ তারকা বিরাট কোহলিও ব্যতিক্রম নয়। খেলা শেষে তাকে দেখা গেছে সতীর্থদের সঙ্গে মাঠ ঘুরে ঘুরে বুনো উল্লাস করতে।

এমন সুখের দিনেও প্রিয় বন্ধুর জন্য খারাপ লাগা থেকেই গেল কোহলির। সেটা প্রকাশ করতেও কুণ্ঠাবোধ করেননি তিনি। বন্ধু যখন পরিজিত দলে থাকে, তখন মন খারাপ করা স্বাভাবিক বলেও জানান কোহলি।

নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ তারকা কেন উইলিয়ামসন বিরাট কোহলির কাছের বন্ধু বলেই পরিচিত। রোববার সেই বন্ধুকেই হারিয়েছেন কোহলি। যদিও বন্ধুর নাম প্রকাশ করেননি তিনি। তবে সবাই ধরেই নিয়েছেন, উইলিয়ামসনকেই বন্ধু বলে সম্বোধন করেছেন কোহলি।

ম্যাচ শেষে উদযাপনের ফাঁকেই ব্রডকাস্টারদের কোহলি বলেন, ‘আমার কাছের বন্ধুকে হেরে যাওয়া দলে দেখে খারাপ লাগছে। তবে এটাই হয়। আমিও দু’বার পরাজিত শিবিরে ছিলাম, যখন সে জয়ী দলের সদস্য ছিল।’

উল্লেখ্য, ২০২১ টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। তখন উইলিয়ামসন ছিলেন বিজয়ী শিবিরে এবং কোহলি ছিলেন পরাজিত শিবিরে।

শিরোপা জিতে নিউজিল্যান্ডের ভূয়সী প্রশংসা করেছেন কোহলি। কিউইদের বিশ্বের সেরা ফিল্ডিং দল বলে উল্লেখ করেছেন তিনি।

কোহলি বলেন, ‘এমন সীমিত ক্রিকেটারদের পুল নিয়ে ওরা (নিউজিল্যান্ড) কী করে দেখাতে পারে, সেটা ভেবেই অবাক হতে হয়। বেশ কয়েক বছর ধরে ওরা নিজেদের প্রতিভার পূর্ণ ব্যবহার করছে। যতবার আপনি বড় ম্যাচে ওদের বিরুদ্ধে খেলতে নামবেন, জানবেন যে, ওরা একটা পরিকল্পনা নিয়েই মাঠে নামছে। আর কোনো দল ওদের মতো পরিকল্পনার যথার্থ প্রয়োগ করতে পারে না।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি অবিশ্বাস্য ক্যাচ নিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। রোববার ভারতীয় ওপেনার শুভমান গিলের ক্যাচ আকাশে উড়াল দিয়ে নিয়েছেন তিনি। যদিও কিছু ক্যাচ ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে।

তবে সব মিলিয়ে নিউজিল্যান্ডের ফিল্ডারদের প্রসংশা করেছেন কোহলি। ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘ওদের প্রতিটা ফিল্ডার জানে, বোলার কোথায় বল রাখতে পারে। ওরা যেভাবে বলের উপরে ঝাঁপিয়ে পড়ে, তা দেখলেই আপনি বুঝতে পারবেন সেটা। ওদের কুর্নিশ জানাতেই হয়। গত কয়েক বছরে বড় টুর্নামেন্টে সম্ভবত নিউজিল্যান্ডই সব থেকে ধারাবাহিক দল। নিশ্চিতভাবেই ওরা এই মুহূর্তে বিশ্বের সেরা ফিল্ডিং দল।’

বিজনেস আওয়ার/ ১০ মার্চ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘বন্ধুকে’ পরাজিত দেখে খারাপ লাগছে কোহলির

পোস্ট হয়েছে : ২০ মিনিট আগে

স্পোর্টস ডেস্ক: খেলায় হার-জিত থাকবেই। তবে নিউজিল্যান্ডের জন্য হারটাই যেন অতি আপন। আইসিসি টুর্নামেন্টে বেশ কয়েকবার ফাইনালে উঠলেও একবারও শিরোপা ছুয়ে দেখার সুযোগ হয়নি কিউইদের। গতকাল রোববার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও হেরে গেছে ভারতের কাছে। অর্থাৎ সফলতার একেবারে কাছাকাছি গিয়ে আর একও ব্যর্থ মিশন শেষ হলে নিউজিল্যান্ডের।

অন্যদিকে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। খুব স্বাভাবিকভাবেই ভারতীয় দলের ক্রিকেটাররা দারুণ উচ্ছ্বাসিত। দলের অভিজ্ঞ তারকা বিরাট কোহলিও ব্যতিক্রম নয়। খেলা শেষে তাকে দেখা গেছে সতীর্থদের সঙ্গে মাঠ ঘুরে ঘুরে বুনো উল্লাস করতে।

এমন সুখের দিনেও প্রিয় বন্ধুর জন্য খারাপ লাগা থেকেই গেল কোহলির। সেটা প্রকাশ করতেও কুণ্ঠাবোধ করেননি তিনি। বন্ধু যখন পরিজিত দলে থাকে, তখন মন খারাপ করা স্বাভাবিক বলেও জানান কোহলি।

নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ তারকা কেন উইলিয়ামসন বিরাট কোহলির কাছের বন্ধু বলেই পরিচিত। রোববার সেই বন্ধুকেই হারিয়েছেন কোহলি। যদিও বন্ধুর নাম প্রকাশ করেননি তিনি। তবে সবাই ধরেই নিয়েছেন, উইলিয়ামসনকেই বন্ধু বলে সম্বোধন করেছেন কোহলি।

ম্যাচ শেষে উদযাপনের ফাঁকেই ব্রডকাস্টারদের কোহলি বলেন, ‘আমার কাছের বন্ধুকে হেরে যাওয়া দলে দেখে খারাপ লাগছে। তবে এটাই হয়। আমিও দু’বার পরাজিত শিবিরে ছিলাম, যখন সে জয়ী দলের সদস্য ছিল।’

উল্লেখ্য, ২০২১ টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। তখন উইলিয়ামসন ছিলেন বিজয়ী শিবিরে এবং কোহলি ছিলেন পরাজিত শিবিরে।

শিরোপা জিতে নিউজিল্যান্ডের ভূয়সী প্রশংসা করেছেন কোহলি। কিউইদের বিশ্বের সেরা ফিল্ডিং দল বলে উল্লেখ করেছেন তিনি।

কোহলি বলেন, ‘এমন সীমিত ক্রিকেটারদের পুল নিয়ে ওরা (নিউজিল্যান্ড) কী করে দেখাতে পারে, সেটা ভেবেই অবাক হতে হয়। বেশ কয়েক বছর ধরে ওরা নিজেদের প্রতিভার পূর্ণ ব্যবহার করছে। যতবার আপনি বড় ম্যাচে ওদের বিরুদ্ধে খেলতে নামবেন, জানবেন যে, ওরা একটা পরিকল্পনা নিয়েই মাঠে নামছে। আর কোনো দল ওদের মতো পরিকল্পনার যথার্থ প্রয়োগ করতে পারে না।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি অবিশ্বাস্য ক্যাচ নিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। রোববার ভারতীয় ওপেনার শুভমান গিলের ক্যাচ আকাশে উড়াল দিয়ে নিয়েছেন তিনি। যদিও কিছু ক্যাচ ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে।

তবে সব মিলিয়ে নিউজিল্যান্ডের ফিল্ডারদের প্রসংশা করেছেন কোহলি। ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘ওদের প্রতিটা ফিল্ডার জানে, বোলার কোথায় বল রাখতে পারে। ওরা যেভাবে বলের উপরে ঝাঁপিয়ে পড়ে, তা দেখলেই আপনি বুঝতে পারবেন সেটা। ওদের কুর্নিশ জানাতেই হয়। গত কয়েক বছরে বড় টুর্নামেন্টে সম্ভবত নিউজিল্যান্ডই সব থেকে ধারাবাহিক দল। নিশ্চিতভাবেই ওরা এই মুহূর্তে বিশ্বের সেরা ফিল্ডিং দল।’

বিজনেস আওয়ার/ ১০ মার্চ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: