স্পোর্টস ডেস্ক : বরুশিয়ার মাঠে খেলতে গিয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে বায়ার্ন মিউনিখ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে গোল হয়েছে পাঁচটি। যেখানে তিন গোল করে বিজয়ীর হাসি নিয়ে মাঠ ছেড়েছে অতিথিরা। প্রথমে গোল করেও ম্যাচ জিততে পারেনি স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ড।
শনিবার রাতে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটিতে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের একদম শেষ মিনিট পর্যন্ত। মার্কো রেউসের গোলে প্রথম লিড নেয় বরুশিয়া। তবে বিরতির আগে অতিরিক্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সেই গোল শোধ করে দেন বায়ার্নের ডেভিড আলাবা।
ফলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই চির প্রতিদ্বন্দ্বী। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র তিন মিনিটের মাথায়ই লিড নেয় বায়ার্ন। দারুণ এক হেডে চলতি আসরে নিজের ১১তম গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। বায়ার্ন এগিয়ে যায় ২-১ ব্যবধানে। বায়ার্নের শেষ গোলটি হয় ৮০ মিনিটে, স্কোরশিটে নাম তোলেন লেরয় সানে।
বায়ার্নের তৃতীয় গোলের তিন মিনিট পর ব্যবধান কমান বরুশিয়ার তরুণ তারকা আর্লিং হালান্ড। তবে শেষ পর্যন্ত ২-৩ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এ পরাজয়ের ফলে টেবিলের তিন নম্বরে রয়েছে বরুশিয়া। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে বায়ার্ন।
বিজনেস আওয়ার/০৮ নভেম্বর, ২০২০/এ