বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর বনানী থানার চেয়ারম্যান বাড়ির সামনে ট্রাকচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় পালিয়ে যান ওই ট্রাকচালক। পরে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের তৎপরতায় গ্রেফতার হন ট্রাকচালক মো. টিটন ইসলাম (৩৬)।
আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর বনানী থানার চেয়ারম্যান বাড়ির সামনে ট্রাকচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় পলাতক চালককে গ্রেফতার করেছে ডিএমপি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন। সোমবার (১০ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, কর্মস্থলে যাওয়ার সময় সোমবার পৌনে ৭টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় কলাবাহী একটি মিনিট্রাকের চাপায় মিনারা (১৯) নামের এক পোশাকশ্রমিক নিহত হন এবং আহত হন সুমাইয়া আক্তার (১৯) নামের আরেক পোশাকশ্রমিক। নিহত মিনারা বনানীর মাসুদ অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার পরপরই থানা পুলিশের পাশাপাশি পলাতক ট্রাক চালককে গ্রেফতারে তৎপর হয় ডিবি। পরে গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ এলাকা থেকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পলাতক চালক টিটনকে গ্রেফতার করে ডিবি।
ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং ট্রাকচালকের শাস্তির দাবিতে বনানী ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সকাল থেকেই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ যানজটের প্রভাব রাজধানীর অন্যত্র ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে যান শ্রমিকেরা। গ্রেফতার চালক টিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিজনেস আওয়ার/ ১১ মার্চ / রহমান