বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (০৮ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : ইস্টার্ন কেবলস, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউন, ওরিয়ন ফার্মা, শেফার্ড, আমান ফিড, আমান কটন, ইবনে সিনা, এনভয় টেক্সটাইল এবং আনোয়ার গ্যালভানাইজিং।
কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলসের সন্ধ্যা ৬টায়, ন্যাশনাল টিউবসের বিকাল ৫টায়, ওরিয়ন ইনফিউনের বিকাল ৪টায়, ওরিয়ন ফার্মার বিকাল ৫টায়, শেফার্ডের বিকাল ৪টায়, আমান ফিডের বিকাল ৩টায়, আমান কটনের বিকাল সাড়ে ৩টায়, ইবনে সিনার বিকাল সাড়ে ৩টায়, এনভয় টেক্সটাইলের বিকাল ৪টায় এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলস, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউন, ওরিয়ন ফার্মা ও শেফার্ডের বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর আমান ফিড, আমান কটন, ইবনে সিনা, এনভয় টেক্সটাইল এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের বোর্ড সভায় সমাপ্ত তৃতীয় ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
বিজনেস আওয়ার/০৮ নভেম্বর, ২০২০/এস