ঢাকা , সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

একান্নবর্তীতে একঝাঁক তারকার মিছিল

  • পোস্ট হয়েছে : ১৯ মিনিট আগে
  • 1

বিনোদন ডেস্কঃ ঈদ উৎসবে দর্শককে তারকাবহুল একটি নাটক উপহার দিতে যাচ্ছেন নাট্যকার ও নির্মাতা মহিন খান। তিনি নির্মাণ করেছেন নাটক ‘একান্নবর্তী’। নানা প্রজন্মের তারকাদের মিলনমেলা দেখা যাবে নাটকটিতে।

এ নাটকের গল্পটাই মূল চমক হলেও শিল্পী নির্বাচন এবং চরিত্রানুযায়ী শিল্পী চূড়ান্ত করে ‘একান্নবর্তী’ নাটকটি নির্মাণ করে চমক সৃষ্টি করেছেন পরিচালক। রাজধানীর অদূরে পূবাইলের চটের আগা শুটিং হাউজে বলা যায় অনেকটা গরমের মধ্যেই শিল্পীরা প্রবল আগ্রহ নিয়ে নাকটিতে অভিনয় করেছেন গেলো শনি ও রবিবার। নাটকটিতে অভিনয় করেছেন জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামানসহ অভিনয়শিল্পী তারিক আনাম খান, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মনিরা মিঠুরা।

এই সময়ের তুমুল জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমিকে দেখা যাবে প্রধান দুটি চরিত্রে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘একান্নবর্তী পরিবার বলতে এখন কিছুই নেই। তারপরও এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মিত হলে আমরা হারানো ঐতিহ্য ফিরেও পেতে পারি।’

তারিক আনাম খান বলেন, ‘সত্যিকার অর্থে মহিন দর্শকের পালসটা বেশ ভালো বুঝে। যে কারণে আমাদের সংস্কৃতির নিজস্ব কিছু যে গল্প থাকে। তাই নিয়ে সে কাজ করার চেষ্টা করে। এটা অনুপ্রেরণা দেবারই মতো।’

নিলয় ও হিমির প্রত্যাশা নাটকটি দর্শকের মন ভরাবে। তারা বলেন, ‘আমাদের সৌভাগ্য যে এতা এতো কিংবদন্তী শিল্পীদের সঙ্গে একই নাটকে কাজ করতে পেরেছি। দিন শেষে আমরা সবাই একটি পরিবারের। সেই পরিবারটি মিলেই একান্নবর্তী পরিবারকে বাংলাদেশের ঘরে ঘরে ফিরিয়ে আনার চেষ্টাই এই নাটক।’

ইউটিউব চ্যানেল ‘নাফ (নিলয় আলমগীর ফিল্মস) এন্টারটেইনম্যান্ট’-এ আগামী ঈদে প্রচার হবে ‌‘একান্নবর্তী’।

বিজনেস আওয়ার/ ১৭ মার্চ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

একান্নবর্তীতে একঝাঁক তারকার মিছিল

পোস্ট হয়েছে : ১৯ মিনিট আগে

বিনোদন ডেস্কঃ ঈদ উৎসবে দর্শককে তারকাবহুল একটি নাটক উপহার দিতে যাচ্ছেন নাট্যকার ও নির্মাতা মহিন খান। তিনি নির্মাণ করেছেন নাটক ‘একান্নবর্তী’। নানা প্রজন্মের তারকাদের মিলনমেলা দেখা যাবে নাটকটিতে।

এ নাটকের গল্পটাই মূল চমক হলেও শিল্পী নির্বাচন এবং চরিত্রানুযায়ী শিল্পী চূড়ান্ত করে ‘একান্নবর্তী’ নাটকটি নির্মাণ করে চমক সৃষ্টি করেছেন পরিচালক। রাজধানীর অদূরে পূবাইলের চটের আগা শুটিং হাউজে বলা যায় অনেকটা গরমের মধ্যেই শিল্পীরা প্রবল আগ্রহ নিয়ে নাকটিতে অভিনয় করেছেন গেলো শনি ও রবিবার। নাটকটিতে অভিনয় করেছেন জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামানসহ অভিনয়শিল্পী তারিক আনাম খান, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মনিরা মিঠুরা।

এই সময়ের তুমুল জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমিকে দেখা যাবে প্রধান দুটি চরিত্রে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘একান্নবর্তী পরিবার বলতে এখন কিছুই নেই। তারপরও এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মিত হলে আমরা হারানো ঐতিহ্য ফিরেও পেতে পারি।’

তারিক আনাম খান বলেন, ‘সত্যিকার অর্থে মহিন দর্শকের পালসটা বেশ ভালো বুঝে। যে কারণে আমাদের সংস্কৃতির নিজস্ব কিছু যে গল্প থাকে। তাই নিয়ে সে কাজ করার চেষ্টা করে। এটা অনুপ্রেরণা দেবারই মতো।’

নিলয় ও হিমির প্রত্যাশা নাটকটি দর্শকের মন ভরাবে। তারা বলেন, ‘আমাদের সৌভাগ্য যে এতা এতো কিংবদন্তী শিল্পীদের সঙ্গে একই নাটকে কাজ করতে পেরেছি। দিন শেষে আমরা সবাই একটি পরিবারের। সেই পরিবারটি মিলেই একান্নবর্তী পরিবারকে বাংলাদেশের ঘরে ঘরে ফিরিয়ে আনার চেষ্টাই এই নাটক।’

ইউটিউব চ্যানেল ‘নাফ (নিলয় আলমগীর ফিল্মস) এন্টারটেইনম্যান্ট’-এ আগামী ঈদে প্রচার হবে ‌‘একান্নবর্তী’।

বিজনেস আওয়ার/ ১৭ মার্চ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: