ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিএসইসিকে শক্তিশালী করতে ৪ সদস্যের কমিটি গঠন

  • পোস্ট হয়েছে : ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • 21

বিজনেস আওয়ার প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কে শক্তিশালী করার জন্য করণীয় নির্ধারণে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ মার্চ) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ কমিটি গঠনের বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এর সদস্য সচিব থাকবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ফারজানা লালারুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলামকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ইন্স্যুরেন্স ও ক্যাপিটাল মার্কেট ডিপার্টমেন্টের একজন অতিরিক্ত সচিবকে অন্তর্ভূক্ত করা হবে।

আলোচিত কমিটি বিএসইসিকে শক্তিশালী করার পাশাপাশি পুঁজিবাজারে মনিটরি বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ ও বাজারকে স্থিতিশীল রাখার বিষয়ে সুপারিশ করবে। এছাড়াও এই কমিটি পুঁজিবাজারে তারল্য তথা অর্থের প্রবাহ বাড়ানো, করপোরেট গভর্ন্যান্সের মান উন্নয়ন এবং নতুন কোম্পানির তালিকাভুক্তর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টির বিষয়েও সুপারিশ করবে।

সম্প্রতি বিএসইসিতে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার দুই সপ্তাহের মাথায় এ কমিটি গঠন করা হল। গত ৫ মার্চ বিএসইসির কিছু কর্মকর্তা-কর্মচারী একজন নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের প্রায় চার ঘণ্টা বোর্ড রুমে আটকে রাখেন। এ সময় তারা ভবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়; বন্ধ করে দেওয়া হয় সব সিসি ক্যামেরা, লিফট ও ভবনের সব গেট। কিছু উছৃঙ্খল কর্মকর্তা চেয়ারম্যান ও কমিশনারদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে সেনা সদস্যরা এসে চেয়ারম্যান ও কমিশনারদের উদ্ধার করেন।

বিজনেস আওয়ার/ ১৯ মার্চ / মাহাদি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএসইসিকে শক্তিশালী করতে ৪ সদস্যের কমিটি গঠন

পোস্ট হয়েছে : ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

বিজনেস আওয়ার প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কে শক্তিশালী করার জন্য করণীয় নির্ধারণে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ মার্চ) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ কমিটি গঠনের বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এর সদস্য সচিব থাকবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ফারজানা লালারুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলামকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ইন্স্যুরেন্স ও ক্যাপিটাল মার্কেট ডিপার্টমেন্টের একজন অতিরিক্ত সচিবকে অন্তর্ভূক্ত করা হবে।

আলোচিত কমিটি বিএসইসিকে শক্তিশালী করার পাশাপাশি পুঁজিবাজারে মনিটরি বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ ও বাজারকে স্থিতিশীল রাখার বিষয়ে সুপারিশ করবে। এছাড়াও এই কমিটি পুঁজিবাজারে তারল্য তথা অর্থের প্রবাহ বাড়ানো, করপোরেট গভর্ন্যান্সের মান উন্নয়ন এবং নতুন কোম্পানির তালিকাভুক্তর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টির বিষয়েও সুপারিশ করবে।

সম্প্রতি বিএসইসিতে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার দুই সপ্তাহের মাথায় এ কমিটি গঠন করা হল। গত ৫ মার্চ বিএসইসির কিছু কর্মকর্তা-কর্মচারী একজন নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের প্রায় চার ঘণ্টা বোর্ড রুমে আটকে রাখেন। এ সময় তারা ভবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়; বন্ধ করে দেওয়া হয় সব সিসি ক্যামেরা, লিফট ও ভবনের সব গেট। কিছু উছৃঙ্খল কর্মকর্তা চেয়ারম্যান ও কমিশনারদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে সেনা সদস্যরা এসে চেয়ারম্যান ও কমিশনারদের উদ্ধার করেন।

বিজনেস আওয়ার/ ১৯ মার্চ / মাহাদি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: