বিজনেস আওয়ার প্রতিবেদক:শুক্রবার (২৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
বাবু ব্যাপারীর মামাতো ভাই মো. ইমন বলেন, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নবাবগঞ্জের বেনুখালি বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে বাবু ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবু ব্যাপারী ঢাকার নবাবগঞ্জের আগলা এলাকার দুলাল ব্যাপারীর সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিজনেস আওয়ার/ ২৯মার্চ / রহমান