ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘সিকান্দার’ সিনেমা নিয়ে কি ভয় পাচ্ছেন সালমান খান

  • পোস্ট হয়েছে : ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • 7

বিনোদন ডেস্ক: ঈদ উপলক্ষে আগামীকাল মুক্তি পাচ্ছে (৩০ মার্চ) বলিউড ভাইজান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। তার অনুরাগীরা এটি উপভোগ করার জন্য মুখিয়ে আছেন। সিনেমার ট্রেলারেই ভাইজান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার বক্স অফিস তিনি কাঁপাতে যাচ্ছেন। কখনো অ্যাকশন রূপে কখনো রোমান্টিক হিরোর বেশে ষাট বছর বয়সী সুপারস্টারকে দেখে বড়পর্দায় দেখায় অপেক্ষায় আছেন সালমানপ্রেমীরা। এমন আবহে কোনোরকম বিতর্ক চাইছেন ভাইজান।

এর আগে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন সালমান। এবার ‘সিকান্দার’র প্রচারে গিয়ে তার মন্তব্য, ‘অনেক বিতর্ক দেখেছি জীবনে। আর কোনো বিতর্ক চাই না ভাই। তাছাড়া আমার মনে হয় না, বিতর্ক দিয়ে সিনেমা হিট করানো যায়। অনেক সময় যে এই বিতর্কের কারণেই সিনেমার মুক্তি পিছিয়ে যায়, তেমন ঘটনার সাক্ষীও থেকেছি আমরা। এমনো হয়েছে, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত মুক্তির তারিখ পিছিয়েছে। এখনো হাতে সময় আছে। আরও ৩-৪ দিন যেতে দাও, সিনেমাটা রিলিজ করুক।’

এরপরই রসিকতা করে ভাইজান আরও বলেন, ‘নাহ, তারপরও অবশ্য কোনো বিতর্ক চাই না আমার।’ আসলে ‘সিকান্দার’র প্রচারে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, বর্তমানে তো প্রতিটা সিনেমা নিয়েই বিতর্ক হয়। সেই প্রেক্ষিতেই সালমানের এমন মন্তব্য। ভাইজান অবশ্য তার ‘বিতর্ক এলার্জি’ নিয়ে এখানেই থামেননি।

সালমান বলেন, ‘তবে বর্তমানে এটা সত্যিই ট্রেন্ড হয়েছে দেখছি। এই তো বছর খানেক আগে বিতর্কে পড়ে আমাকে “লাভরাত্রি” সিনেমাটার নাম পরিবর্তন করতে হয়েছিল। যদিও তার কোনো দরকার ছিল না, আর আমরা চাইওনি নামটা বদলাতে। তবে একটাই দাবি, আমাদের পরিবার থেকে এই বিতর্ক বিষয়টা দূরে থাকুক। এ জীবনে অনেক দেখে ফেলেছি আর নয়!’ ফলে অনেকে বলছেন সালমান ‘সিকান্দার’ সিনেমাটি নিয়ে কোনো ধরনের বিতর্কে যেতে ভয় পাচ্ছেন।

এদিকে মুক্তির আগেই শনিবার (২৯ মার্চ) সালমানের পিঠ চাপড়ে দিয়েছেন সঞ্জয় দত্ত। তার অভিনীত ‘ভূতনি’ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়েছিলেন ভাইজান সে সময় সঞ্জয় সালমানের সিনেমার মন্তব্য করে বলেন, ‘ট্রেলার তো সুপারহিট। আমার ছোট ভাই, ওর জন্য আমি সবসময়ে প্রার্থনা করি। ঈশ্বর ওকে অঢেল দিয়েছেন। আর এই সিনেমাটাও সুপারহিট হবে।’

সঞ্জয় দত্তের প্রশংসায় ‘সিকান্দার’র পালে যে আরও হাওয়া লাগল, তা বলাই যায়। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ‘প্রথম দিনেই বক্স অফিসে ৫০ কোটি রুপির উপর ব্যবসা করবে সালমানের সিনেমাটি।’

বিজনেস আওয়ার/ ৩০মার্চ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘সিকান্দার’ সিনেমা নিয়ে কি ভয় পাচ্ছেন সালমান খান

পোস্ট হয়েছে : ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক: ঈদ উপলক্ষে আগামীকাল মুক্তি পাচ্ছে (৩০ মার্চ) বলিউড ভাইজান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। তার অনুরাগীরা এটি উপভোগ করার জন্য মুখিয়ে আছেন। সিনেমার ট্রেলারেই ভাইজান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার বক্স অফিস তিনি কাঁপাতে যাচ্ছেন। কখনো অ্যাকশন রূপে কখনো রোমান্টিক হিরোর বেশে ষাট বছর বয়সী সুপারস্টারকে দেখে বড়পর্দায় দেখায় অপেক্ষায় আছেন সালমানপ্রেমীরা। এমন আবহে কোনোরকম বিতর্ক চাইছেন ভাইজান।

এর আগে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন সালমান। এবার ‘সিকান্দার’র প্রচারে গিয়ে তার মন্তব্য, ‘অনেক বিতর্ক দেখেছি জীবনে। আর কোনো বিতর্ক চাই না ভাই। তাছাড়া আমার মনে হয় না, বিতর্ক দিয়ে সিনেমা হিট করানো যায়। অনেক সময় যে এই বিতর্কের কারণেই সিনেমার মুক্তি পিছিয়ে যায়, তেমন ঘটনার সাক্ষীও থেকেছি আমরা। এমনো হয়েছে, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত মুক্তির তারিখ পিছিয়েছে। এখনো হাতে সময় আছে। আরও ৩-৪ দিন যেতে দাও, সিনেমাটা রিলিজ করুক।’

এরপরই রসিকতা করে ভাইজান আরও বলেন, ‘নাহ, তারপরও অবশ্য কোনো বিতর্ক চাই না আমার।’ আসলে ‘সিকান্দার’র প্রচারে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, বর্তমানে তো প্রতিটা সিনেমা নিয়েই বিতর্ক হয়। সেই প্রেক্ষিতেই সালমানের এমন মন্তব্য। ভাইজান অবশ্য তার ‘বিতর্ক এলার্জি’ নিয়ে এখানেই থামেননি।

সালমান বলেন, ‘তবে বর্তমানে এটা সত্যিই ট্রেন্ড হয়েছে দেখছি। এই তো বছর খানেক আগে বিতর্কে পড়ে আমাকে “লাভরাত্রি” সিনেমাটার নাম পরিবর্তন করতে হয়েছিল। যদিও তার কোনো দরকার ছিল না, আর আমরা চাইওনি নামটা বদলাতে। তবে একটাই দাবি, আমাদের পরিবার থেকে এই বিতর্ক বিষয়টা দূরে থাকুক। এ জীবনে অনেক দেখে ফেলেছি আর নয়!’ ফলে অনেকে বলছেন সালমান ‘সিকান্দার’ সিনেমাটি নিয়ে কোনো ধরনের বিতর্কে যেতে ভয় পাচ্ছেন।

এদিকে মুক্তির আগেই শনিবার (২৯ মার্চ) সালমানের পিঠ চাপড়ে দিয়েছেন সঞ্জয় দত্ত। তার অভিনীত ‘ভূতনি’ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়েছিলেন ভাইজান সে সময় সঞ্জয় সালমানের সিনেমার মন্তব্য করে বলেন, ‘ট্রেলার তো সুপারহিট। আমার ছোট ভাই, ওর জন্য আমি সবসময়ে প্রার্থনা করি। ঈশ্বর ওকে অঢেল দিয়েছেন। আর এই সিনেমাটাও সুপারহিট হবে।’

সঞ্জয় দত্তের প্রশংসায় ‘সিকান্দার’র পালে যে আরও হাওয়া লাগল, তা বলাই যায়। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ‘প্রথম দিনেই বক্স অফিসে ৫০ কোটি রুপির উপর ব্যবসা করবে সালমানের সিনেমাটি।’

বিজনেস আওয়ার/ ৩০মার্চ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: