বিজনেস আওযার প্রতিবেদক: তুষার মাহমুদ নামে পর্তুগালের পর্তুনিবাসী এক প্রতারক বাংলাদেশের সহ বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের সেবার নাম করে টাকা হাতে নিয়ে পালিয়েছে।টাকা নেয়ার পর কাজের দিন থেকে তিনি কারো ফোন ধরছেন না। তিনি ফেসবুকে তুষার মাহমুদ নামে আইডি ব্যবহার করেন।
তুষার মাহমুদ প্রতারক পর্তুগালের মোবাইল নাম্বার +351 939 108 733,বাংলাদেশের নাম্বার 01914483363 এটি ব্যবহার করে টাকা হাতিয়ে নিয়েছেন।
জানা যায়, অবৈধভাবে ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ ,আই এম টি থেকে অবৈধভাবে সুবিধা নিয়ে দেয়া ছাড়াও কারো রেসিডেন্ট কার্ড অটো রিনিউ করে দেয়া, ১ মাসে নতুন কার্ড করে দেয়ার অবৈধ পন্থার নামে পথে প্রতারণা করে আসছিলেন দীর্ঘ দিন ধরে।
ভুক্তভোগী শামীম, করিম, মাহতাব, সুমনের সাথে কথা বললে তারা জানায় , তাদের সরলতার সুযোগ দিয়ে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দ্রুততম সময়ে এক্সচেঞ্জ করে দেয়া ও আইডি কার্ড সুবিধার কথা বলে তিনি তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়েছেন।
তিনি এসব টাকা মূলত বাংলাদেশে 01914483363 এই নাম্বারে তার বোনের কাছে পাঠান। বাংলাদেশেও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানান।
পর্তুগাল ও পর্তুতে অবস্থিত কোন বাঙালি যদি তুষার মাহমুদ প্রতারককে ধরিয়ে দিতে পারেন তাহলে ভুক্তভোগীরা কৃতজ্ঞতা ও সম্মাননা করবেন বলে জানান।
বিজনেস আওয়ার/ ১ এপ্রিল / এস আই