বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানার বার কাউন্সিলের বিপরীত পাশে স্থাপত্য অধিদপ্তরের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই মো. মজিবুল জানান, আমরা খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে বার কাউন্সিল বিপরীত পাশে স্থাপত্য অধিদপ্তরের সামনের ফুটপাতে অজ্ঞাতনামা এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। পরে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আমরা স্থানীয়দের কাছে জানতে পারি ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে।
বিজনেস আওয়ার/ ০৩ এপ্রিল / রহমান