স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে চড়ে বসলেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর সুবাদে ক্যারিবীয় বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে সরিয়ে সিংহাসন দখল করেছেন তিণি।
পাঁচ ম্যাচ সিরিজে ৮.৩৮ গড়ে ১৩ উইকেট শিকার করেন ডাফি। তার মধ্যে আছে ক্যারিয়ারসেরা ফিগারও (৪/১৪)। নিউজিল্যান্ড সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।
এক সিরিজ শেষে চার ধাপ এগিয়েছেন ডাফি। পেছনে ফেলেছেন আকিল হোসেন, বরুন চক্রবর্তী, আদিল রশিদ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। শুধু নিজের ক্যারিয়ারে প্রথমবারই নয়, ২০১৮ সালে ইশ সোধির পর প্রথম কিউই বোলার হিসেবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন ডাফি।
ব্যাটিং র্যাংকিংয়ে ডাফির সতীর্থ টিম সেইফার্ট পাঁচ ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ৬২.২৫ গড়ে ২৪৯ রান করেন তিনি।
সেইফার্টের ওপেনিং পার্টনার ফিন অ্যালেন এক ধাপ এগিয়ে ১৫ নম্বরে এসেছেন। ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ভারতের অভিষেক শর্মা দুই এবং ইংল্যান্ডের ফিল সল্ট আছেন তিন নম্বরে।
বিজনেস আওয়ার/ ০৩ এপ্রিল / রানা