ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মাদক মামলায় জামিন পেলেন কানাডার অধিনায়ক

  • পোস্ট হয়েছে : ১৬ মিনিট আগে
  • 2

স্পোর্টস ডেস্ক:মাদক মামলায় আটক কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টন জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগের উপযুক্ত তথ্য-প্রমাণ না থাকায় তাকে জামিন দিয়েছেন বার্বাডোজের আদালত।

রোববার বার্বাডোজে অবতরণের পর কির্টনকে আটক করেছিল পুলিশ। স্টারকম নেটওয়ার্কের এক প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে গাঁজা রাখা, পাচার, আমদানি এবং সরবরাহের অভিপ্রায়ের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার সকালে তিনি আদালতে হাজির হন এবং জামিন পান। ২ জুন আদালতের শুনানির জন্য তাকে বার্বাডোজে ফিরে যেতে হবে।

বার্বাডোজে জন্মগ্রহণকারী কির্টন কানাডায় আসার আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ এবং বার্বাডোজের হয়ে খেলেছেন। এরপর থেকে তিনি কানাডা জাতীয় দলে সুযোগ পান। দেশের হয়ে ২১টি ওয়ানডে খেলে এখন পর্যন্ত করেছেন ৫১৪ রান। এছাড়া ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৬২৭ রান করেছেন কির্টন।

কির্টন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার নেতৃত্ব দেননি, তবে তিনি ১৪০.২৭ স্ট্রাইক রেটে তিনটি ম্যাচে ১০১ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার একমাত্র জয়ে তিনি ম্যাচসেরা হয়েছিলেন। সে ম্যাচে ৩৫ বলে ৪৯ রান করেন কির্টন। এছাড়া ২০২০ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে তিনটি সিপিএল খেলায়ও অংশ নেন তিনি।

বিজনেস আওয়ার/ ০৬ এপ্রিল / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মাদক মামলায় জামিন পেলেন কানাডার অধিনায়ক

পোস্ট হয়েছে : ১৬ মিনিট আগে

স্পোর্টস ডেস্ক:মাদক মামলায় আটক কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টন জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগের উপযুক্ত তথ্য-প্রমাণ না থাকায় তাকে জামিন দিয়েছেন বার্বাডোজের আদালত।

রোববার বার্বাডোজে অবতরণের পর কির্টনকে আটক করেছিল পুলিশ। স্টারকম নেটওয়ার্কের এক প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে গাঁজা রাখা, পাচার, আমদানি এবং সরবরাহের অভিপ্রায়ের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার সকালে তিনি আদালতে হাজির হন এবং জামিন পান। ২ জুন আদালতের শুনানির জন্য তাকে বার্বাডোজে ফিরে যেতে হবে।

বার্বাডোজে জন্মগ্রহণকারী কির্টন কানাডায় আসার আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ এবং বার্বাডোজের হয়ে খেলেছেন। এরপর থেকে তিনি কানাডা জাতীয় দলে সুযোগ পান। দেশের হয়ে ২১টি ওয়ানডে খেলে এখন পর্যন্ত করেছেন ৫১৪ রান। এছাড়া ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৬২৭ রান করেছেন কির্টন।

কির্টন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার নেতৃত্ব দেননি, তবে তিনি ১৪০.২৭ স্ট্রাইক রেটে তিনটি ম্যাচে ১০১ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার একমাত্র জয়ে তিনি ম্যাচসেরা হয়েছিলেন। সে ম্যাচে ৩৫ বলে ৪৯ রান করেন কির্টন। এছাড়া ২০২০ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে তিনটি সিপিএল খেলায়ও অংশ নেন তিনি।

বিজনেস আওয়ার/ ০৬ এপ্রিল / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: