বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার (০৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছ, কোম্পানিগুলোর ২৫ লাখ ১৪ হাজার ২২৬টি শেয়ার ২৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সামিট পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকার পেনিনসুলার এবং তৃতীয় সর্বোচ্চ ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল ফিড মিলসের।
এছাড়া এসকে ট্রিমসের ১১ লাখ ২০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১১ লাখ ৭২ হাজার টাকার, কুইন সাউথ টেক্সটাইলের ১৪ লাখ ৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯৫ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১৮ লাখ ৭৫ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৭৫ লাখ ৪ হাজর টাকার, মুন্নু সিরামিকের ১৩ লাখ ৮১ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৭ হাজার টাকার, আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৪০ হাজার টাকার, ইভিন্স টেক্সটাইলের ১২ লাখ ৭৪ হাজার টাকার, ডিবিএইচের ১৩ লাখ ৩৬ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১২ লাখ ১৫ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯ লাখ ৮৬ হাজার টাকার, বিডি থাইয়ের ২৩ লাখ ৫০ হাজার টাকার এবং এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ লাখ ৪০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০৮ নভেম্বর, ২০২০/এস