ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ৩ মিনিট আগে
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাগেরহাটের মোল্লারহাট এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়াছিন মোল্লা (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১০)। ধর্ষণের অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে রোববার (৬ এপ্রিল) রাতে আসামি ইয়াছিন মোল্লাকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার (৭ এপ্রিল) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে ১৪ বছরের এক কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আসামি মো. ইয়াছিন মোল্লা তার সহযগীদের সহায়তায় পাশের মেহগনি বাগানে নিয়ে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন।

এএসপি তাপস কর্মকার আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বাগেরহাটের মোল্লারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‍্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি পত্র পাঠান। এর প্রেক্ষিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. ইয়াছিন মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ০৭ এপ্রিল / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পোস্ট হয়েছে : ৩ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাগেরহাটের মোল্লারহাট এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়াছিন মোল্লা (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১০)। ধর্ষণের অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে রোববার (৬ এপ্রিল) রাতে আসামি ইয়াছিন মোল্লাকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার (৭ এপ্রিল) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে ১৪ বছরের এক কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আসামি মো. ইয়াছিন মোল্লা তার সহযগীদের সহায়তায় পাশের মেহগনি বাগানে নিয়ে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন।

এএসপি তাপস কর্মকার আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বাগেরহাটের মোল্লারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‍্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি পত্র পাঠান। এর প্রেক্ষিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. ইয়াছিন মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ০৭ এপ্রিল / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: