ঢাকা , শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হারের ম্যাচেও বিরল রেকর্ড গড়লেন ধোনি

  • পোস্ট হয়েছে : ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • 8

স্পোর্টস ডেস্ক: উইকেটের পেছনে বরাবরের মতোই সফল মহেন্দ্র সিং ধোনি। সেটি জাতীয় দলের জার্সিতেও ছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ধরে রেখেছেন। অভিজ্ঞ এ তারকার সফলতার মুকুটে আরও একটি সুন্দরতম পালক যুক্ত হলো গতকাল মঙ্গলবার।

প্রথম উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ১৫০টি ক্যাচ নেওয়ার বিরল কীর্তি গড়েছেন ধোনি। চলতি টুর্নামেন্টের ২২তম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে তার দল চেন্নাই সুপার কিংস হারলেও অবিশ্বাস্য রেকর্ডটি করে নিয়েছেন ৪৩ বছর বয়সী এ তারকা।

মঙ্গলবার চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৯ রান করে পাঞ্জাব। জবাবে চেন্নাই হাড্ডাহাড্ডি লড়াই করলেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রানের বেশি করতে পারেনি। ফলে ১৮ রানের জয় পায় পাঞ্জাব।

ধোনির রেকর্ড গড়ার ঐতিহাসিক মুহূর্তটি আসে পাঞ্চাবের ইনিংসের অষ্টম ওভারে। চেন্নাইয়ের ডানহাতি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের করা ওই ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ হন নেহাল ওয়াধেরা। এতেই ১৫০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেন ধোনি।

আইপিএলে উইকেটের পেছনে দাঁড়ানো দ্বিতীয় সফলতম ক্রিকেটার দিনেশ কার্তিক। তিনি নিয়েছিলেন ১৩৭টি ক্যাচ। এ তালিকায় পরবর্তী জায়গাগুলো হৃদিমান সাহা (৮৭টি), রিশাভ পান্ত (৭৬টি) ও কুইন্টন ডি ককের (৬৬টি) দখলে।

বিজনেস আওয়ার/ ০৯ এপ্রিল / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হারের ম্যাচেও বিরল রেকর্ড গড়লেন ধোনি

পোস্ট হয়েছে : ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

স্পোর্টস ডেস্ক: উইকেটের পেছনে বরাবরের মতোই সফল মহেন্দ্র সিং ধোনি। সেটি জাতীয় দলের জার্সিতেও ছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ধরে রেখেছেন। অভিজ্ঞ এ তারকার সফলতার মুকুটে আরও একটি সুন্দরতম পালক যুক্ত হলো গতকাল মঙ্গলবার।

প্রথম উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ১৫০টি ক্যাচ নেওয়ার বিরল কীর্তি গড়েছেন ধোনি। চলতি টুর্নামেন্টের ২২তম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে তার দল চেন্নাই সুপার কিংস হারলেও অবিশ্বাস্য রেকর্ডটি করে নিয়েছেন ৪৩ বছর বয়সী এ তারকা।

মঙ্গলবার চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৯ রান করে পাঞ্জাব। জবাবে চেন্নাই হাড্ডাহাড্ডি লড়াই করলেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রানের বেশি করতে পারেনি। ফলে ১৮ রানের জয় পায় পাঞ্জাব।

ধোনির রেকর্ড গড়ার ঐতিহাসিক মুহূর্তটি আসে পাঞ্চাবের ইনিংসের অষ্টম ওভারে। চেন্নাইয়ের ডানহাতি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের করা ওই ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ হন নেহাল ওয়াধেরা। এতেই ১৫০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেন ধোনি।

আইপিএলে উইকেটের পেছনে দাঁড়ানো দ্বিতীয় সফলতম ক্রিকেটার দিনেশ কার্তিক। তিনি নিয়েছিলেন ১৩৭টি ক্যাচ। এ তালিকায় পরবর্তী জায়গাগুলো হৃদিমান সাহা (৮৭টি), রিশাভ পান্ত (৭৬টি) ও কুইন্টন ডি ককের (৬৬টি) দখলে।

বিজনেস আওয়ার/ ০৯ এপ্রিল / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: