বিনোদন ডেস্ক: গল্প ও চিত্রনাট্য পছন্দ হয়নি বলে অনেক সিনেমা কয়েকটি সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। মনে করেছিলেন এসব সিনেমা কাজ করলেন দর্শকের কাছ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যাবে না। আবার ব্যস্ততার কারণে কয়েকটি সিনেমার কাজের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে রানিকে। কিন্তু দেখা গেছে সেই সিনেমা তিনি ছেড়ে দেওয়ার পর সেই সিনেমা ব্লকবাস্টার হয়েছে। তার এ তালিকায় আছে একটি হলিউড সিনেমার নামও। রানির এমন কয়েকটি সিনেমা সম্পর্কে জেনে নেওয়া যাক-
লাগান: বলিউড পারফেকশনিস্ট খ্যাত আমির খান এবং দেশি সিং অভিনীত ‘লাগান’ সিনেমাটির সাফল্যের কথা আলাদা করে বলার কিছু নেই। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় গ্রেসি সিং গৌরীর ভূমিকায় কাজ করার কথা ছিল রানির। কিন্তু সেটি ফিরিয়ে দিয়েছিলেন রানি।
মুন্না ভাই এমবিবিএস: সঞ্জয় দত্তের জীবনে মুন্নাভাই এমবিবিএস ছিল এমন একটি সিনেমা, যা তার জীবনকে পরিবর্তন করে দেয়। এ সিনেমাতেও অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল রানির। কিন্তু তিনি ফিরিয়ে দেওয়ায় গ্রেসি সুযোগ পেয়ে যান এ সিনেমায় অভিনয়ের।
ভুলভুলাইয়া: মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করে রাতারাতি এ জনপ্রিয় হয়েছিলেন বিদ্যা বালান। বিদ্যার চরিত্রে প্রথমে রানির অভিনয় করার কথা ছিল।
হে বেবি: রিতেশ দেশমুখ, অক্ষয় কুমার এবং ফারদিন খান অভিনীত এ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। বিদ্যার বদলে রানির অভিনয় করার কথা ছিল এ সিনেমায়। ব্যস্ততার কারণে রানি সিনেমা থেকে সরে দাঁড়ান।
ওয়াক্ত: অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন অভিনীত সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার জায়গায় প্রথমে কাজ করার কথা ছিল রানির। রানি মানা করে দেওয়া এই কাজ পেয়ে যান প্রিয়াঙ্কা।
দিল সে: জানলে অবাক হয়ে যাবেন দিল সে সিনেমায় শাহরুখের বাগদত্তা অর্থাৎ মনীষা কৈরালার জায়গায় অভিনয় করার কথা ছিল রানি মুখোপাধ্যায়ের। তবে চরিত্রটি পছন্দ না হওয়ায় রানি রাজি হননি।
দ্য নেমসেক: হলিউড সিনেমা ‘দ্য নেমসেক’- এ ইরফান খানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল রানি মুখোপাধ্যায়ের। রানি ফিরিয়ে দিলে এ অফার পেয়ে যান টাবু।
সাওয়ারিয়া: সঞ্জয় লীলা বনশালি নির্মিত সাওয়ারিয়া সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে প্রথমে কাজ করার কথা ছিল রানি মুখোপাধ্যায়ের। চরিত্রটি রানির পছন্দ না হওয়ায় তিনি কাজ করবেন বলে জানিয়ে দেন। পরে এ চরিত্রের অফার পেয়ে যান সোনাম কাপুর। মুক্তির সিনেমাটি তুমুল জনপ্রিয়তা লাভ করে।
বিজনেস আওয়ার/ ০৯ এপ্রিল / রানা