বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৫৯ টাকা ২০ পয়সা বা ২৭ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড শেয়ারদর বেড়েছে ৮০ পয়সা বা ২৩ দশমিক ৫৩ শতাংশ। আর ২০ দশমিক শূন্য শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইস্টার্ন ক্যাবলস, এমবি ফার্মাসিটিক্যালস, বিডি ল্যামস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড।
বিজনেস আওয়ার / ১২ এপ্রিল / এ এইচ