ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ডিভিডেন্ড অর্থ ব্যবহারে চালু হচ্ছে নতুন নিয়ম

  • পোস্ট হয়েছে : ২৩ মিনিট আগে
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে পরিচালনা পর্ষদের সভায় ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের জন্য আগেভাগে দীর্ঘ সময় ব্যাংকে অলস অবস্থায় রেখে দিতে হবে না।

বিএসইসির নতুন নিয়ম অনুযায়ী, কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এর একদিন আগে ব্যাংকে ডিভিডেন্ডের অর্থ জমা দিলেই চলবে। আগে নিয়ম ছিল, ডিভিডেন্ড ঘোষণার ১০ দিনের মধ্যে নির্ধারিত অর্থ একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে হতো, যা পরে তিন মাসেরও বেশি সময় অলস অবস্থায় পড়ে থাকত।

নতুন নিয়মের ফলে কোম্পানিগুলো ডিভিডেন্ড বিতরণের আগ পর্যন্ত ওই অর্থ তাদের কার্যক্রমে ব্যবহার করতে পারবে। এতে করে তাদের কার্যকর মূলধনের (ওয়ার্কিং ক্যাপিটাল) ওপর চাপ কমবে। পাশাপাশি কোম্পানির আয় (ইপিএস) ও নিট সম্পদ মূল্য (এনএভি)-তেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ ছাড়া, এজিএমের পর যদি ডিভিডেন্ড ঘোষণা পরিবর্তিত হয়, তাহলে উদ্বৃত্ত অর্থ কোম্পানিগুলো তুলে নিতে পারবে।

এই সংস্কার এসেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর উদ্যোগে। সংস্থাটির মতে, অলস অর্থ রেখে লাভ নেই। নতুন নিয়মে কোম্পানিগুলো প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যবহার করতে পারবে, যা শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণেও সহায়ক হবে।

শিগগিরই বিএসইসি নতুন নিয়ম বাস্তবায়নের জন্য বিস্তারিত নির্দেশনা জারি করবে বলে জানা গেছে। উদ্যোগটি তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্যও একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

বিজনেস আওয়ার/ ১৫ এপ্রিল / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেয়ারবাজারে ডিভিডেন্ড অর্থ ব্যবহারে চালু হচ্ছে নতুন নিয়ম

পোস্ট হয়েছে : ২৩ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে পরিচালনা পর্ষদের সভায় ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের জন্য আগেভাগে দীর্ঘ সময় ব্যাংকে অলস অবস্থায় রেখে দিতে হবে না।

বিএসইসির নতুন নিয়ম অনুযায়ী, কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এর একদিন আগে ব্যাংকে ডিভিডেন্ডের অর্থ জমা দিলেই চলবে। আগে নিয়ম ছিল, ডিভিডেন্ড ঘোষণার ১০ দিনের মধ্যে নির্ধারিত অর্থ একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে হতো, যা পরে তিন মাসেরও বেশি সময় অলস অবস্থায় পড়ে থাকত।

নতুন নিয়মের ফলে কোম্পানিগুলো ডিভিডেন্ড বিতরণের আগ পর্যন্ত ওই অর্থ তাদের কার্যক্রমে ব্যবহার করতে পারবে। এতে করে তাদের কার্যকর মূলধনের (ওয়ার্কিং ক্যাপিটাল) ওপর চাপ কমবে। পাশাপাশি কোম্পানির আয় (ইপিএস) ও নিট সম্পদ মূল্য (এনএভি)-তেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ ছাড়া, এজিএমের পর যদি ডিভিডেন্ড ঘোষণা পরিবর্তিত হয়, তাহলে উদ্বৃত্ত অর্থ কোম্পানিগুলো তুলে নিতে পারবে।

এই সংস্কার এসেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর উদ্যোগে। সংস্থাটির মতে, অলস অর্থ রেখে লাভ নেই। নতুন নিয়মে কোম্পানিগুলো প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যবহার করতে পারবে, যা শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণেও সহায়ক হবে।

শিগগিরই বিএসইসি নতুন নিয়ম বাস্তবায়নের জন্য বিস্তারিত নির্দেশনা জারি করবে বলে জানা গেছে। উদ্যোগটি তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্যও একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

বিজনেস আওয়ার/ ১৫ এপ্রিল / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: