ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিনেমার নতুন জুটি ইমন-দীঘি

  • পোস্ট হয়েছে : ৭ মিনিট আগে
  • 1

বিনোদন ডেস্ক: একসঙ্গে অনেক রকম কাজই করেছেন মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি। তবে তাদের কখনো সিনেমায় দেখা যায়নি। দুই প্রজন্মের দুই তারকা এবার জুটি হয়ে প্রথমবারের মতো বড় পর্দায় আসতে চলেছেন। তাদের দেখা যাবে সরকারি অনুদানে নির্মিত ‘দেনাপাওনা’ সিনেমায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। আগেই জানা গিয়েছিল, নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দীঘি। এবার যুক্ত হলেন মামনুন ইমন। পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ছবিটির শুটিং শুরু করবেন তিনি।

নায়ক ইমন বলেন, ‘রবীন্দ্রনাথের এই গল্পটি অনেক জনপ্রিয়, বহুল পঠিত। এজন্য চ্যালেঞ্জটা বেশি। মানুষ চরিত্রগুলোর খুঁটিনাটি জানেন। সেগুলো সিনেমার পর্দায় সঠিকভাবে তুল ধরতে হবে। পরিচালকের নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করব।’

সিনেমায় ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের ভূমিকায়, যিনি জমিদার পরিবারের সন্তান। গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। তবে পণ দিতে না পারায় নিরুপমার পিতা আত্মহত্যা করলে গল্প মোড় নেয় করুণ পরিণতির দিকে।

ছবির চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘির পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি, সাব্বিরসহ অনেকে।

বিজনেস আওয়ার/ ২০ এপ্রিল / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিনেমার নতুন জুটি ইমন-দীঘি

পোস্ট হয়েছে : ৭ মিনিট আগে

বিনোদন ডেস্ক: একসঙ্গে অনেক রকম কাজই করেছেন মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি। তবে তাদের কখনো সিনেমায় দেখা যায়নি। দুই প্রজন্মের দুই তারকা এবার জুটি হয়ে প্রথমবারের মতো বড় পর্দায় আসতে চলেছেন। তাদের দেখা যাবে সরকারি অনুদানে নির্মিত ‘দেনাপাওনা’ সিনেমায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। আগেই জানা গিয়েছিল, নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দীঘি। এবার যুক্ত হলেন মামনুন ইমন। পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ছবিটির শুটিং শুরু করবেন তিনি।

নায়ক ইমন বলেন, ‘রবীন্দ্রনাথের এই গল্পটি অনেক জনপ্রিয়, বহুল পঠিত। এজন্য চ্যালেঞ্জটা বেশি। মানুষ চরিত্রগুলোর খুঁটিনাটি জানেন। সেগুলো সিনেমার পর্দায় সঠিকভাবে তুল ধরতে হবে। পরিচালকের নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করব।’

সিনেমায় ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের ভূমিকায়, যিনি জমিদার পরিবারের সন্তান। গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। তবে পণ দিতে না পারায় নিরুপমার পিতা আত্মহত্যা করলে গল্প মোড় নেয় করুণ পরিণতির দিকে।

ছবির চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘির পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি, সাব্বিরসহ অনেকে।

বিজনেস আওয়ার/ ২০ এপ্রিল / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: