ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যুবরাজ সালমানের আমন্ত্রণে সৌদি আরব যাচ্ছেন নরেন্দ্র মোদি

  • পোস্ট হয়েছে : ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • 17

বিজনেস আওয়ার ডেস্ক: দুই দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আগামী ২২-২৩ এপ্রিল এই সফরে যাবেন মোদি।

আজ সোমবার (২১ এপ্রিল) এরাবিয়ান গালফ বিজনেস ইনসাইট একটি প্রতিবেদনে এই খবর জানায়।

এর আগে তিনি ২০১৬ ও ২০১৯ সালে দুইবার সৌদি আরব সফর করেন। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে এটিই নরেন্দ্র মোদির প্রথম সৌদি আরব সফর। মোদির এই সফরটি এমন সময়ে হচ্ছে যখন আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের সম্ভাবনা আছে।

ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ২২-২৩ এপ্রিলের এই সফরে দুই নেতা ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোর এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা করবেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি, পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে।

সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ অর্থবছরে সৌদি আরব থেকে ভারতের আমদানি ছিল ৩১.৪২ বিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানি ১১.৫৬ বিলিয়ন ডলারের পণ্য। ওই বছর দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ ছিল ৪২.৯৮ বিলিয়ন ডলার। এছাড়া সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় প্রবাসীদের অবদান ব্যাপকভাবে স্বীকৃত।

সৌদি আরবে প্রায় ২৭ লাখ ভারতীয় বাস করে। দেশটিতে ভারতীয় নাগরিকদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত এক বছরে আনুমানিক এক লাখ ভারতীয় সৌদি আরবে কর্মসংস্থানের জন্য গেছেন। সূত্র: এরাবিয়ান গালফ বিজনেস ইনসাইট

বিজনেস আওয়ার/ ২১ এপ্রিল / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যুবরাজ সালমানের আমন্ত্রণে সৌদি আরব যাচ্ছেন নরেন্দ্র মোদি

পোস্ট হয়েছে : ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

বিজনেস আওয়ার ডেস্ক: দুই দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আগামী ২২-২৩ এপ্রিল এই সফরে যাবেন মোদি।

আজ সোমবার (২১ এপ্রিল) এরাবিয়ান গালফ বিজনেস ইনসাইট একটি প্রতিবেদনে এই খবর জানায়।

এর আগে তিনি ২০১৬ ও ২০১৯ সালে দুইবার সৌদি আরব সফর করেন। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে এটিই নরেন্দ্র মোদির প্রথম সৌদি আরব সফর। মোদির এই সফরটি এমন সময়ে হচ্ছে যখন আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের সম্ভাবনা আছে।

ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ২২-২৩ এপ্রিলের এই সফরে দুই নেতা ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোর এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা করবেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি, পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে।

সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ অর্থবছরে সৌদি আরব থেকে ভারতের আমদানি ছিল ৩১.৪২ বিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানি ১১.৫৬ বিলিয়ন ডলারের পণ্য। ওই বছর দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ ছিল ৪২.৯৮ বিলিয়ন ডলার। এছাড়া সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় প্রবাসীদের অবদান ব্যাপকভাবে স্বীকৃত।

সৌদি আরবে প্রায় ২৭ লাখ ভারতীয় বাস করে। দেশটিতে ভারতীয় নাগরিকদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত এক বছরে আনুমানিক এক লাখ ভারতীয় সৌদি আরবে কর্মসংস্থানের জন্য গেছেন। সূত্র: এরাবিয়ান গালফ বিজনেস ইনসাইট

বিজনেস আওয়ার/ ২১ এপ্রিল / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: